Subscribe Us

WBP KP 2021 Geography Previous Year Questions

১০০ টি পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের বিগত ২০০৫ থেকে ২০২১ পর্যন্ত আসা ভূগোলের প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলাতে।
100+ Geography MCQ in Bengali for WBCS | Rail | SSC | WBP Excise | WBP SI | WBP Constable | Geography MCQ in Bengali | Indain and Westbengal Geography for WBP | General Science MCQ in Bengali | West Bengal Police Previous Year Question Paper | Kolkata Police (KP) Previous Year Question Paper | Kolkata Police (KP) Last 10 years Question Paper | Kolkata Police (KP) SI Previous Year Question Paper

West Bengal police Geography
✅ আজ আপনাদের জন্য Indian & WB Geography বা ভূগোলের গুরুত্বপূর্ণ ১০০ টির বেশি প্রশ্ন দিলাম। MCQ আকারে দেওয়া আছে। পরে নিজের উত্তর যাচাই করতে পারবেন। প্রশ্নগুলো পশ্চিমবঙ্গ পুলিশের বিগত ২০০৫ থেকে ২০২০ পর্যন্ত পরীক্ষায় এসেছে, তাই সবার খুবই কাজে আসবে। সামনেই WBCS সহ WBP ও কলকাতা পুলিশের অনেকগুলো পরীক্ষা আসছে একই সঙ্গে Railway Group D পরীক্ষা খুবই কাছে তার জন্য ভূগোল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়.. আমরা প্রশ্নগুলোকে MCQ আকারে বানিয়েছি যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয়।
→ যে Year এর প্রশ্ন গুলো দেখতে চান পাশের Table থেকে ক্লিক করে ওই Year এর প্রশ্ন গুলো দেখতে পারেন।

✅ এই বিষয়টি WBCS (Preli + Main) | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WB Police Constable | WBP SI | WB Abgari Police | WB Kolkata Police | WBSSC Group C ও Group D ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলবে। আমরা PDF টা একদম নিচে আপলোড করে দেব। PDF টিতে আরো অনেক প্রশ্ন থাকবে। সঙ্গে Explation বাংলাতে ও ইংরেজিতে দেওয়া হবে।
✅ প্রশ্নগুলো কেমন লাগলো নিচে অবশ্যই Comment করে জানাবেন। এইরকম Post Regular পেতে আমাদের ওয়েবসাইট দেখুন।
প্রতিটি প্রশ্নের উত্তর দেখার জন্য Show Answer Button টায় Click করে দেখুন। নিজের জানা উত্তরের সঙ্গে যাচাই করতে পারবেন।


WBP Staff Officer cum instructor Exam 2021




1. নীচের কোন নদীটি নামচাবারওয়াতে উল্টো (U–আকৃতি) বাঁক নিয়ে ভারতে প্রবেশ করে?
      ⓐ গঙ্গা
      ⓑ ব্রহ্মপুত্র
      ⓒ তিস্তা
      ⓓ শােন

2. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে?
      ⓐ হাভলক দ্বীপ
      ⓑ ভাইপার দ্বীপ
      ⓒ রস দ্বীপ
      ⓓ নীল দ্বীপ

3. কর্কটক্রান্তি রেখা, নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গিয়েছে?
      ⓐ কৃষ্ণনগর
      ⓑ শ্রীরামপুর
      ⓒ শিলিগুড়ি
      ⓓ ইংরেজবাজার

4. নীচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী?
      ⓐ কৃষ্ণা
      ⓑ নর্মদা
      ⓒ মহানদী
      ⓓ গােদাবরী

5. মেট্রো রেলওয়ে জোন এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
      ⓐ কোলকাতা
      ⓑ নাগপুর
      ⓒ নয়াদিল্লি
      ⓓ মুম্বাই

6. কোচিন ও বিশাখাপত্তনম বন্দর ভারতবর্ষের কোন দিকে অবস্থিত?
      ⓐ পূর্ব তটরেখা বরাবর
      ⓑ পশ্চিম তটরেখা বরাবর
      ⓒ যথাক্রমে পশ্চিম ও পূর্ব তটরেখা বরাবর
      ⓓ যথাক্রমে পূর্ব ও পশ্চিম তটরেখা বরাবর

7. ‘হাসির আলাে (Hasir Alo)’ কী?
      ⓐ পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষের ব্যবসার জন্য সহজ ঋণদান প্রদান প্রকল্প।
      ⓑ শারীরিক প্রতিবন্ধী গরিবমানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাসিক পেনশন প্রদান প্রকল্প।
      ⓒ পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রদান প্রকল্প।
      ⓓ পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষকে বিনামূল্যে দন্ত চিকিৎসা প্রদান প্রকল্প।

8. কোন ভারতীয় শহরের নাম 2019 সালে UNESCO World Heritage Site তালিকায় প্রবেশ করেছে?
      ⓐ মুম্বাই
      ⓑ পাটনা
      ⓒ জয়পুর
      ⓓ কানপুর

9. ‘কথাকলি’ কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী ?
      ⓐ তামিলনাড়ু
      ⓑ ত্রিপুরা
      ⓒ কেরল
      ⓓ ওড়িশা

10. শবরিমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত?
      ⓐ তামিলনাড়ু
      ⓑ উত্তরপ্রদেশ
      ⓒ কর্ণাটক
      ⓓ কেরল



WBP Warder (জেল পুলিশ) Exam 2019



1. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
      ⓐ কর্ণাটকে
      ⓑ গােয়ায়
      ⓒ মিজোরামে
      ⓓ পশ্চিমবঙ্গে

2. নিম্নলখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবথেকে কম ?
      ⓐ ভিয়েতনাম
      ⓑ কানাডা
      ⓒ ভ্যাটিকান সিটি
      ⓓ পেরু

3. নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত ?
      ⓐ শুক্র এবং বুধ
      ⓑ নেপচুন এবং শুক্র
      ⓒ মঙ্গল এবং শনি
      ⓓ বৃহস্পতি এবং বুধ

4. “লিনিং টাওয়ার অফ পিসা (Leaning Tower of Pisa) ” অবস্থিত আছে ?
      ⓐ জাপানে
      ⓑ ইরানে
      ⓒ ইরাকে
      ⓓ ইটালিতে

5. সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে বলে ?
      ⓐ যোজক (Isthmus)
      ⓑ প্রণালী (Strait)
      ⓒ উপসাগর (Bay)
      ⓓ উপহ্রদ (Lagoon)

6. কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হল ?
      ⓐ দাক্ষিণাত্য মালভূমি
      ⓑ ছােটনাগপুর মালভূমি
      ⓒ পশ্চিমঘাট পর্বতমালা
      ⓓ পূর্বঘাট পর্বতমালা

7. নীচের কোন সালটি অধিবর্ষ (leap year) ছিল?
      ⓐ 1998
      ⓑ 2002
      ⓒ 2014
      ⓓ 2004

8. কোন শহর “উৎসবের শহর” (“City of Festivals”) নামে পরিচিত?
      ⓐ নাগপুর
      ⓑ বারাণসী
      ⓒ জয়পুর
      ⓓ মাদুরাই



West Bengal Police (WBP) SI Excise 2018




1. কাবেরী জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে হয়েছে ?

      ⓐ তেলেঙ্গানা তামিলনাড়
      ⓑ তামিলনাড় ও কর্ণাটক
      ⓒ কর্ণাটক ও কেরালা
      ⓓ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা

2. কোনটি উত্তরবঙ্গের নদী নয়?
      ⓐ কালজানি
      ⓑ জলঢাকা
      ⓒ হলদী
      ⓓ রায়ডাক

3. ভূমিকম্প মাপা হয় –
      ⓐ ওডােগ্রাফ দ্বারা
      ⓑ সিসমােগ্রাফ দ্বারা
      ⓒ এপিগ্রাফ দ্বারা
      ⓓ ব্যারােমিটার দ্বারা

4. লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে বলে: –
      ⓐ হাইড্রোফাইটস
      ⓑ মেসােফাইটস
      ⓒ থ্যালােফাইটস
      ⓓ হ্যালােফাইটস

5. ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল (Confluence) হল –
      ⓐ দেবপ্রয়াগ
      ⓑ রুদ্রপ্রয়াগ
      ⓒ ঋষিকেশ
      ⓓ হরিদ্বার



West Bengal Police (WBP) Excise Constable Preliminary 2019




1. আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত ?

      ⓐ হিমাচল প্রদেশ
      ⓑ রাজস্থান
      ⓒ অন্ধ্রপ্রদেশ
      ⓓ গুজরাট

2. কাজিরাঙ্গা অভয়ারণ্য (Kaziranga Sanctuary) কীসের জন্য বিখ্যাত ?
      ⓐ দুইশৃঙ্গ গন্ডার
      ⓑ বাঘ
      ⓒ হাতি
      ⓓ একশৃঙ্গ গণ্ডার

3. কোন নদী / নদ কে বাংলার দুঃখ বলা হয় ?
      ⓐ ভাগীরথী
      ⓑ অজয়
      ⓒ দামােদর
      ⓓ তিস্তা



West Bengal Police (WBP) Constable Preliminary 2019



1. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
      ⓐ সিন্ধু (Indus)
      ⓑ গঙ্গা (Ganges)
      ⓒ হােয়াং হাে
      ⓓ ইয়াংজে (Yangtze)

2. নীচের কোনটিকে বাদামী কয়লা (Brown Coal) বলে?
      ⓐ অ্যানথ্রাসাইট
      ⓑ লিগনাইট
      ⓒ কোক
      ⓓ বিটুমিনাস

3. ‘নীল গ্রহ (Blue Planet)’ কাকে বলে?
      ⓐ পৃথিবী
      ⓑ প্লটো
      ⓒ ইউরেনাস
      ⓓ শনি

4. ব্যারােমিটারের পাঠ (Reading) হঠাৎ কমে গেলে, আবহাওয়ার (weather) কী পরিবর্তন হবে?
      ⓐ খুব গরম হবে
      ⓑ অন্তত 48 ঘণ্টা অবিরাম বৃষ্টি হবে
      ⓒ ঠান্ডা হবে
      ⓓ খুব ঝড় হবে

5. নীচের কোনটি যমজ শহর (Twin city) নয়?
      ⓐ হায়দ্রাবাদ - সেকেন্দ্রাবাদ
      ⓑ দিল্লী - নিউদিল্লী
      ⓒ কলকাতা - হাওড়া
      ⓓ দুর্গাপুর - আসানসােল

6. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়?
      ⓐ 22 শে ডিসেম্বর
      ⓑ 4 ঠা জানুয়ারী
      ⓒ 22 শে সেপ্টেম্বর
      ⓓ 21 শে জুন

7. ‘কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)’ ভারতের নীচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি?
      ⓐ পশ্চিমবঙ্গ
      ⓑ উত্তর প্রদেশ
      ⓒ মিজোরাম
      ⓓ গুজরাট



West Bengal Police (WBP) Constable Main 2019



1. গ্রীষ্মকালীন সৌরস্থিতি (Summer Solstice) কবে হয়?
      ⓐ 21 মার্চ
      ⓑ 21 জুন
      ⓒ 23 সেপ্টেম্বর
      ⓓ 2 ডিসেম্বর

2. মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত?
      ⓐ ত্রিপুরা
      ⓑ নাগাল্যান্ড
      ⓒ মণিপুর
      ⓓ মেঘালয়

3. রবি শস্য কোন সময় রােপণ করা হয়?
      ⓐ সেপ্টেম্বর অক্টোবর
      ⓑ অক্টোবর – নভেম্বর
      ⓒ জুন জুলাই
      ⓓ মে জুলাই

4. কোন খাল (Canal) প্রশান্ত (Pacific) ও আটলান্টিক মহাসগর কে সংযুক্ত করেছে?
      ⓐ পানামা খাল
      ⓑ সুয়েজ খাল
      ⓒ উত্তর সাগর খাল
      ⓓ স্টালিন খাল

5. 2019 এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে?
      ⓐ ফণী
      ⓑ বুলবুল
      ⓒ হুদহুদ
      ⓓ তিতলি

✅ আমরা PDF টা আপলোড করে দিলাম..মোট প্রশ্নের সংখ্যা ২০০+.. পিডিএফ টিতে প্রশ্নের সঙ্গে উত্তর দেওয়া আছে সঙ্গে আছে সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে Explanation যা আগত সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ... এটি শুধু পশ্চিমবঙ্গ পুলিশের জন্যই নয় যেকোনো পরীক্ষার জন্য উপযুক্ত...নোটটি বিশেষ ভাবে WBCS ও পুলিশ SI এর কথা মাথায় রেখেই বানানো হয়েছে, সঙ্গে RRB , WBSSC ও WBPSC এর বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। NOTE টা কেমন লাগলো সবাই প্লিজ জানাবেন। আপনাদের কমেন্ট থেকেই আমরা কাজ করার অনুপ্রেরণা পাই।

Some Important Features of WBP Previous Year Geography PDF

Name Specification
Size 5.1 Mb
Number of Pages 76
Edition 2005-2021
Author © জিজ্ঞাসা (Jigasha)
Other PDF in Our Telegram Click here


WBP Previous Year Geography 2005-2021 Full PDF Download:
Click Here

কোনো কিছু সাহায্য বা জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।


Telegram এ যুক্ত হয়ে আমাদের পরিবারের সদস্য হন ও বিভিন্ন ebook ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। ICDS Main সহ PSC Miscellaneous Main Clerkship মেনের বিভিন্ন নোটস ও প্রাকটিস সেট পেতে পারেন। RRB NTPC Group D সহ অন্নান্ন পরীক্ষার বিশেষ স্টাডি নোটস আমাদের চ্যানেলে পাবেন। Daily The Hindu, Indian Express Kolkata, আনন্দবাজার পত্রিকা News paper Free Pdf পড়তে পারেন।
তাই দেরি না করে নিচের ফটোতে Click করে Telegram এ যুক্ত হয়ে যান, Daily Update সবার আগে পাবেন।
Join Out Telegram
Telegram Group: Jigasha 

আমাদের Facebook পেজ: Jigasha

Post a Comment

3 Comments

  1. মন থেকে একটা স্যালুট আপনাদের প্রচেষ্টাকে, নিস্বার্থ ভাবে উপকার করে যাওয়ার জন্য ❤️

    ReplyDelete
  2. History and math ta o jodi koran khub upokrito hotm .....

    ReplyDelete