Subscribe Us

General Awareness Quiz in Bengali

এটি একটি Mixed বাংলা মকটেস্ট | Polity MockTest In Bengali | Histoty MockTest In Bengali | Science MockTest In Bengali | Geography MockTest In Bengali | যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে General Awarness এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ | এখান থেকেই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে | আমাদের লক্ষ্য প্রতিটি টপিক ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মকটেস্ট আকারে তুলে ধরা |এই টপিকটি WBCS | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WB Police Constable | WBP SI | WB Abgari Police | ICDS Supervisor ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলবে | বেশিরভাগ প্রশ্ন গুলোই কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছিলো এবং আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সমস্ত বিষয়ের উপর বাংলা মকটেস্ট |MockTest In Bengali

MCQ Quiz in General Awarness


Mock Test Name General Awarness
প্রশ্নসংখ্যা ২৫ টি
প্রশ্নের মান সঠিক উত্তর +3/প্রশ্ন | ভুল উত্তর -1/প্রশ্ন
নিয়মাবলী প্রথমে সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন, যেহেতু এখানে নেগেটিভ মার্কিং আছে , তাই সঠিক উত্তর না জানা প্রশ্ন গুলো Skip করতে পারেন। কিন্তু একবার Select করলে Unselect করেত পারবেন না।
NOTE এইরকম আরো Quiz ও Notes পেতে আমাদের Website টি রেগুলার দেখবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সমস্ত গুরুত্বপূর্ণ Update পাবেন।

নিচে ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সঠিক উত্তর গুলো ক্লিক করে সাবমিট করুন।


1/25
“Federal” শব্দটি ভারতের সংবিধানে কোথায় ব্যবহৃত হয়েছে? (@Jigasha)
A) উপস্থাপনা (Preamble)
B) পার্ট 3
C) অনুচ্ছেদ 368 (Article 368)
D) সংবিধানের কোথাও নেই

2/25
ভারতে একক নাগরিকত্ব গৃহীত হয়েছে- (@Jigasha)
A) ইংল্যান্ড
B) মার্কিন যুক্তরাষ্ট্র
C) কানাডা
D) ফ্রান্স

3/25
ভারত ছাড় আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? (@Jijasha)
A) লর্ড মাউন্টব্যাটেন
B) লর্ড ওয়েভেল
C) লর্ড লিনলিথগো
D) লর্ড ইরভিন(Irwin)
Explanation: ভারত ছাড়ো আন্দোলনটি 1942 সালের 8 আগস্ট ভাইসরয় লর্ড লিনলিথগোর (সময়কাল : ১৯৩৬ – ৪৩ খ্রিস্টাব্দ) রাজত্বকালে গোয়ালিয়া ট্যাঙ্ক মৈদান (মুম্বই) থেকে শুরু হয়েছিল।

4/25
নিচের কোন বিশ্ববিদ্যালয়টি প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল? (@Jigasha)
A) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
B) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
C) বোম্বাই বিশ্ববিদ্যালয়
D) এলাহাবাদ বিশ্ববিদ্যালয়
Explanation: স্যার চার্লস উডের প্রেরণের (Sir Charles Wood's dispatch) ফলাফল হিসাবে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাইয়ে প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

5/25
পশ্চিম এবং পূর্ব ঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়? (@jigasha)
A) নীলগিরি পাহাড়
B) কার্ডামম পাহাড়
C) পালানী পাহাড়
D) অন্নমালাই পাহাড়

6/25
রান্নার পাত্রগুলির জন্য নিচের কোনটি নন-স্টিক প্রলেপ হিসাবে ব্যবহৃত হয়? (@Jigasha)
A) Perspex
B) Styrofoam
C) Polystyrene
D) Teflon

7/25
কোথায় ১৯১৬ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ একে অপরের সাথে যোগ দিয়েছিল? (@Jigasha)
A) হরিপুরা
B) অমৃতসর
C) লখনউ
D) লাহোর

8/25
ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণের উপযুক্ত কর্তৃপক্ষ কে ? (@Jigasha)
A) সংসদ (Parliament)
B) নির্বাচন কমিশন (Election Comission)
C) রাষ্ট্রপতি (President)
D) স্পিকার

9/25
ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? (@jigasha)
A) সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ
B) জিম কার্বেট জাতীয় উদ্যান
C) সিমিলিপাল জাতীয় উদ্যান
D) দাচিগাম জাতীয় উদ্যান

10/25
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? (@jigasha)
A) সুকুমার দত্ত
B) মদন মোহন মালভিয়া
C) ডাঃ রাজেন্দ্র প্রসাদ
D) মতিলাল নেহরু

11/25
ব্রাস (Brass Alloy) সংকর ধাতুর প্রধান উপাদানগুলি কী কী? (@jigasha)
A) তামা এবং দস্তা
B) তামা এবং স্ট্রন্টিয়াম
C) তামা, দস্তা এবং নিকেল
D) তামা এবং নিকেল

12/25
ভারত এবং নেপালের যৌথ নদী উপত্যকা উদ্যোগটি হল - (@jigasha)
A) গোমতী
B) চম্বল
C) দামোদর
D) কোসি
Explanation: "বিহারের দুঃখ" নামে পরিচিত কোসি নেপালে উৎপন্ন হয়ে এবং ৭টি নদীর মিলনস্থল এটি সপ্তকোশি নামে অভিহিত।

13/25
ভারতের দীর্ঘতম বাঁধটি হল - (@jigasha)
A) ভাকরা বাঁধ
B) নাগরজুন সাগর বাঁধ
C) হিরাকুন্ড বাঁধ
D) কোসি বাঁধ
Explanation: ওডিশাতে মহানাদি নদীর উপরে অবস্থিত হীরকুদ বাঁধটি ২৫ কিলোমিটার দীর্ঘ বাঁধ।

14/25
ভারতীয় সংবিধানের কোন পার্টে নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা আছে ? (@jigasha)
A) 1 নং পার্টে
B) 3 নং পার্টে
C) 2 নং পার্টে
D) 4 নং পার্টে

15/25
রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন (@jigasha)
A) জনগণ
B) লোকসভা
C) বিধানসভার নির্বাচিত সদস্যগণ
D) বিধানপরিষদের নির্বাচিত সদস্যগণ

16/25
মুর্শিদকুলী খান, আলীবর্দী খান ও সিরাজউদ্দৌল্লা সবাই কোথাকার নবাব ছিলেন? (@jigasha)
A) লখনউ
B) বারাণসী
C) হায়দরাবাদ
D) বাংলা

17/25
নিচের কোন ব্যাক্তি 1928 সালে প্রতিষ্ঠিত হিন্দুস্তান সমাজতান্ত্রিক রিপাবলিকান আর্মির একজন নেতা ছিলেন? (@jigasha)
A) ক্ষুদিরাম বোস
B) ভগত সিং
C) চন্দ্র শেখর আজাদ
D) সুভাষ চন্দ্র বসু

18/25
সিন্ধু সভ্যতার লোকেরা সাধারণত কি দিয়ে তাদের ঘর তৈরি করত ? (@jigasha)
A) পোড়া ইট
B) প্রস্তর
C) কাঠ
D) উপরের সমস্ত

19/25
‘বেদ’ শব্দের অর্থ- (@jigasha)
A) জ্ঞান
B) প্রজ্ঞা
C) দক্ষতা
D) শক্তি

20/25
কে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময়ে ‘ভারতের সম্পদ নিষ্কাশন’ (Drain of wealth) তত্ত্ব প্রচার করেছিলেন? (@jigasha)
A) ডাব্লু. সি. ব্যানার্জি
B) দাদাভাই নওরোজি
C) গোপাল কৃষ্ণ গোখলে
D) গান্ধীজী

21/25
পরমশূন্য তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেখানে— (@jigasha)
A) জল জমে বরফে পরিণত হয়
B) পদার্থের অণুগুলির গতি স্তব্ধ হয়
C) সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে
D) অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পরের সমান হয়

22/25
মানুষের স্বাভাবিক রক্ত— (@jigasha)
A) আম্লিক (acidic)
B) প্রশমিত (Neutral)
C) ক্ষারীয় (alkaline)
D) পরিবর্তনশীল (variable)

23/25
কে সাধারণত ভারতীয় সংসদে অর্থ বাজেট উপস্থাপন করে? (@jigasha)
A) আর বি আইয়ের গভর্নর
B) প্রধান মন্ত্রী
C) অর্থমন্ত্রী
D) অর্থ সচিব

24/25
ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হল (@jigasha)
A) বিয়োজন
B) হাইড্রোলাইসিস
C) বিজারণ
D) জারণ

25/25
Excise duty শুল্ক আরোপ করা হয় কিসের ওপরে ? (@jigasha)
A) পণ্য বিক্রয়
B) পণ্য উত্পাদন
C) পণ্য আমদানি
D) পণ্য রফতানি

👉 নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।

👉 এই মকটেস্ট লিঙ্কটি ভালো লাগলে আপনার সকল বন্ধুদের সঙ্গে Shere করুন।

Result:

এই মকটেস্টটি আবার দেওয়ার জন্য নিচের Reload The Quiz বাটনটি ক্লিক করুন।

নিচে কমেন্ট বক্সে আপনার প্রাপ্ত নম্বর জানাতে ভুলবেন না। কুইজটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা প্রতিনিয়ত এরকম মজাদার ও খুবই গুরুত্বপূর্ণ কুইজ নিয়ে আসব আপনাদের জন্য.

Post a Comment

6 Comments