Subscribe Us

WBPSC ICDS Preliminary result and Main Syllabus

WBPSC ICDS Supervisor Preliminary Result analysis and Detail Main Syllabus with Previous Year Question Paper

সম্প্রতি ICDS প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাতে ২৯৯৯৮ জন কেই পাস করিয়েছে বোর্ড। সুতরাং এই সমস্ত চাকরি প্রার্থী দের সঙ্গে যারা বর্তমানে আসা কর্মী হিসাবে কর্মরত কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয় নি তারাও মেন পরীক্ষায় বসতে পারবে। সুতরাং সরকারী শূন্যপদ যা ২৯৯৫ বলে বিজ্ঞপ্তিতে দেওয়া ছিল তা পূরণের জন্য আনুমানিক ১:১০ অনুপাতের কিছু বেশি সংখ্যক প্রার্থী মেন পরীক্ষায় বসবে। WBPSC সাধারণত ১:৩ অনুপাতে ইন্টারভিউ এর জন্য ডাকে। সুতরাং এটা ধরেই নেওয়া যায় যে আনুমানিক (২৯৯৯৮ + ~ ৫০০০)= ৩৫০০০ জন পরীক্ষার্থীর মধ্যে থেকে ৯০০০+ পরীক্ষার্থী কে ডাকবে ইন্টারভিউয়ের জন্য। তাই একটা কথা মাথায় রাখা দরকার, অনেকটা ধাপ এখনো পেরোনো বাকি। মেইন পরীক্ষায় ৪০০ নাম্বারের প্রশ্ন আসবে যা সম্পূর্ণ বর্ণনা মূলক। দীর্ঘ প্রাকটিস না করলে হল ম্যানেজ একদমই সম্ভব নয়। অনেকেই আছেন যারা একই সঙ্গে PSC Clerkship , Miscellaneous , ICDS পরীক্ষা দেবেন। তাদের জন্য অনেকটাই সুবিধা হবে এই প্রাক্টিসটা। কারণ সব গুলো পরীক্ষার পাঠ্যতালিকা বা সিলেবাস মোটামুটি মিল পাওয়া যায়। বাংলা ইংরেজি উভয় বিষয়েই কিছু রাইটিং আসবে যেগুলো ৩ তে পরীক্ষায় একই। বাকি বিস্তারিত বিষয় নিচে আলোচনা করা হলো।

Check ICDS Preliminary Result click here
Check ICDS Official Answer Key click here

এখন দেখে নিন প্রিলিতে যারা পাস করেছে তা বিভিন্ন বিভাগ অনুযায়ী সেই হিসাবে মেন্ কতজন দেবে তার সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এই তালিকাটি থেকে।

Category

Cut-off

No. of Official Vacancy

No. of Candidate Call for Main Examination

General (UR)

31

1475

9952

SC

18.667

650

9200

ST

14.333

178

2032

OBC-A

17.00

296

3924

OBC-B

24.00

207

4886

PH(LV)

-10.00

30

339

PH(HI)

-4.00

30

337

PH(LD&CP)

12.667

29

398

Meritorious Sportsperson

4.667

59

664

Total

 

2954

29998



মেন পরীক্ষার তারিখ ১১ই ও ১০ই অক্টোবর

Full ICDS Main Syllabus in Bengali

সম্পূর্ণ বাংলাতে দেখে নিন ICDS এর syllabus

পেপার

সিলেবাস(Syllabus)

পেপার -ইংরেজি

নম্বর ১০০

সময় ৯০ মিনিট

🔰রিপোর্ট রাইটিং,

🔰ট্রান্সলেসন (বাংলা থেকে ইংরেজি),

🔰প্রেসি/সামারি,

🔰ইংরেজি গ্রামার (correct use of words, voice change, narration change, transformation of sentences, correction of sentences, use of common phrases, synonyms, antonyms)

পেপার - বাংলা

নম্বর ১০০

সময় ৯০ মিনিট

🔰প্রতিবেদন,

🔰বঙ্গানুবাদ (ইংরেজি হতে বাংলা ),

🔰সারাংশ লিখন,

🔰ব্যাকরণ (সন্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন, কারক, সমাস, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, বিভক্তি, প্রত্যয় ইত্যাদি)

পেপার - জেনারেল স্টাডিস এবং কারেন্ট এফেয়ার্স

নম্বর ১০০

সময় ৯০ মিনিট

🔰জীবন বিজ্ঞান(বিশেষ করে পড়তে হবে পুষ্টি স্বাস্থ্য অংশটিকে )

🔰নারীর ক্ষমতায়ন সম্বন্ধীয় টপিক

🔰জেনারেল নলেজ ( বিশেষ করে পড়তে হবে ভারতের ইতিহাস তার মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রাম বিষয়টি বিশেষ করে)

🔰ভূগোল

🔰পরিবেশ বিদ্যা

🔰কারেন্ট এফেয়ার্স

🔰রিসনিং (ভার্বাল নন ভার্বাল )

পেপার - অংক

নম্বর ১০০

সময় ৯০ মিনিট

🔰এই সিলেবাস টি মাধ্যমিক লেভেলের হবে। তাই মাধ্যমিকের অংকের সব কিছুই এর মধ্যে পড়বে

🔰মোট ৪০০ নম্বর সময় ৬ ঘন্টা। ১ দিনেই দুটো শিফট হবে। ৩ ঘন্টা করে প্রতিটি শিফট।

🔰পেপার পেপার এর ক্ষেত্রে লেখার ভাষা বাংলা বা ইংরেজি এর মধ্যে যেকনো। কিন্তু একটা পেপারে দুরকম ভাষায় লেখা যাবে না।


ICDS SUPERVISOR MAINS (Full Book List)

  1. BENGALI--HS OLD SYLLABUS BOOK, আনন্দবাজার পত্রিকা (প্রতিবেদন)
  2. GRAMMER--বামন দেব, বা যেকোনো স্ট্যান্ডার্ড বাংলা গ্রামার বই।
  3. ENGLISH--PK DEY SARKAR/SP BAKSHI. For report writing Daily News Paper (Indian Express/ The Hindu)
  4. HISTORY--জীবন মুখোপাধ্যায় (মাধ্যমিক পুরানো সিলেবাস)
  5. GEOGRAPHY--BOSU AND MOULIK পুরোনো SYLLABUS
  6. LIFE SCIENCE--PRANTIK পুরোনো SYLLABUS, Santra Publication
  7. PHYSICAL SCIENCE--PRANTIK পুরোনো SYLLABUS. সুখেন্দু মাইতি (মাধ্যমিক পুরনো সিলেবাস)
  8. ENVIRONMENT--ANISH CHATTOPADHYA
  9. MATHEMATICS--৯ - ১০ এর গণিতের পাটিগণিত (Arithmetic) ও বীজগণিত (Algebra) অংশটা ভালো করে দেখতে হবে। সঙ্গে সুবীর দাস অথবা RS আগারওয়াল দেখতে পারেন।
  10. REASONING--RS AGARWAL/KIRAN SSC Reasonong (বইটার PDF আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন)
  11. CURRENT AFFAIRS--এচিভার্স ইয়ারবুক ২০২০ + এচিভার্স জানুয়ারি থেকে আপ-টু-ডেট প্রত্যেকটি সংখ্যা + আনন্দবাজার পত্রিকা + The Hindu daily news paper + মনোরমা ইয়ারবুক - ২০২০
  12. WOMEN EMPOWERMENT--GOOGLE.
  13. উপরে উল্লিখিত অনেক বইয়ের PDF আমাদের টেলিগ্রামে পাবেন, অনেক স্টাডি মেটিরিয়াল দেওয়া হয় রেগুলার। সেটাও দেখতে পারেন। তাতে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স তো থেকেই সঙ্গে সমস্ত পেইড PDF ও আপলোড করা হয়। আনন্দবাজার পত্রিকা সহ The Hindu epaper প্রতিদিন দেওয়া হয়।

বিঃদ্রঃ - সাফল্যের জন্য ধারাবাহিক ভাবে রুটিন অনুযায়ী পড়াশুনার পাশাপাশি ঘড়ি ধরে মকটেস্ট একান্ত জরুরী। বাজার চলতি বই/পত্র-পত্রিকা গুলোতে অনেক মকটেস্টের সেট পাবেন।
আমরাও অনেক মকটেস্ট সহ বিগত বছরের প্রশ্নের আলোচনা করছি আমাদের টেলিগ্রাম গ্রূপে। জিজ্ঞাসা (@Jigasha) (https://t.me/jigasha) তে।
Miscellaneous Main Full question Papers 2004-2019 এটি দেখলে অনেকের কিছু ধারনা হবে।
WBPSC Miscellaneous Main Full question Papers 2004-2019 free Download: Click Here

ভালো করে প্রিপারেশনের জন্য নিচের লিংকে দেওয়া ICDS আগের বছরের প্রশ্ন গুলো দেখতে পারেন। এখানে বিগত বছরের প্রশ্নের সঙ্গে কিছু প্রাকটিস সেট আছে। যা খুবই গুরুত্বপূর্ণ।


Download ICDS Main question paper with practics sets Click Here

কোনো কিছু সাহায্য বা জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।


Telegram এ যুক্ত হয়ে আমাদের পরিবারের সদস্য হন ও বিভিন্ন ebook ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। 
Telegram Group: Jigasha 

আমাদের Facebook পেজ: Jigasha

Post a Comment

0 Comments