Subscribe Us

WBP 2021 Polity and Economy Previous Year Questions

৬১ টি পশ্চিমবঙ্গ পুলিশের বিগত ২০০৫ থেকে ২০২০ পর্যন্ত আসা পলিটি ও ইকোনমির প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলাতে।
62 Polity & Economy MCQ in Bengali for WBCS | Rail | SSC | WBP Excise | WBP SI | WBP Constable | Indian Polity & Economy MCQ in Bengali | Polity & Economy for WBP | Indian Polity & Economy MCQ in Bengali | West Bengal Police Previous Year Question Paper | Kolkata Police (KP) Previous Year Question Paper | Kolkata Police (KP) Last 10 years Question Paper | Kolkata Police (KP) SI Previous Year Question Paper

✅ আজ আপনাদের জন্য Indian Polity & Economy বা পলিটি ও ইকোনমির গুরুত্বপূর্ণ ৬১টি প্রশ্ন দিলাম। MCQ আকারে দেওয়া আছে। পরে নিজের উত্তর যাচাই করতে পারবেন। প্রশ্নগুলো পশ্চিমবঙ্গ পুলিশের বিগত ২০০৫ থেকে ২০২০ পর্যন্ত পরীক্ষায় এসেছে, তাই সবার খুবই কাজে আসবে। সামনেই WBCS সহ WBP এর অনেকগুলো পরীক্ষা আসছে তার জন্য পলিটি ও ইকোনমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়.. আমরা প্রশ্নগুলোকে MCQ আকারে বানিয়েছি যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয়।

✅ এই বিষয়টি WBCS (Preli + Main) | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WB Police Constable | WBP SI | WB Abgari Police | WBSSC Group C ও Group D ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলবে। খুব শীঘ্রই আমরা PDF টা আপলোড করে দেব।
প্রশ্নগুলো কেমন লাগলো নিচে অবশ্যই Comment করে জানাবেন। এইরকম Post Regular পেতে আমাদের ওয়েবসাইট দেখুন।

প্রতিটি প্রশ্নের উত্তর দেখার জন্য Show Answer Button টায় Click করে দেখুন। নিজের জানা উত্তরের সঙ্গে যাচাই করতে পারবেন।

1. লােকসভায় উপস্থিত কোনো বিল কে অর্থবিল হিসেবে নির্ধারিত করেন? (WBP SI 2005)
      ⓐ রাষ্ট্রপতি
      ⓑ প্রধানমন্ত্রী
      ⓒ লােকসভার স্পিকার
      ⓓ ভারতের অর্থমন্ত্রী

2. সম্প্রতি ভারতীয় পেটেন্ট আইন সংশোধন করা হয়েছে - (WBP SI 2005)
      ⓐ TRIMPS এর সংগতিপূর্ণ হবার জন্য
      ⓑ TRIPS এর সঙ্গতিপূর্ণ হবার জন্য
      ⓒ GATS এর সঙ্গতিপূর্ণ হবার জন্য
      ⓓ GATTS এর সঙ্গতিপূর্ণ হবার জন্য

3. অনুচ্ছেদ /অনুচ্ছেদগুলিতে (Article) উল্লিখিত মৌলিক অধিকার। অধিকারসমূহ জরুরি অবস্থার সময়ে স্থগিত করা যায় না - (WBP SI 2005)
      ⓐ Article 19
      ⓑ Article 17
      ⓒ Article 14
      ⓓ Article 21

4. ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যর (Fundamental Duties) সংখ্যা হল - (WBP SI 2005)
      ⓐ 15
      ⓑ 9
      ⓒ ll
      ⓓ 13

5. রাষ্ট্রের নির্দেশমূলক নীতি [Directive Principles of State Policy (DPSP)] গুলি স্থান পেয়েছে সংবিধানে - (WBP SI 2005)
      ⓐ প্রথম অংশে
      ⓑ তৃতীয় অংশে
      ⓒ চতুর্থ অংশে
      ⓓ পঞ্চম অংশে

6. ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন (State Emergency) জারি করা যেতে পারে সংবিধানের এর ধারা অনুসারে ? (WBP SI 2005)
      ⓐ 365
      ⓑ 356
      ⓒ 355
      ⓓ 352

7. ভারতীয় রাষ্ট্র ব্যাবস্থার প্রকৃতি হচ্ছে - (WBP SI 2006)
      ⓐ এককেন্দ্রিক
      ⓑ যুক্তরাষ্ট্রীয়
      ⓒ কৃতিত্ব প্রধান
      ⓓ রাষ্ট্রপতি শাসিত

8. সংবিধানের কোন অনুচ্ছেদে কোন অর্থনৈতিক জরুরি অবস্থা (Financial Emergency) ঘােষণা করার অধিকার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে - (WBP SI 2006)
      ⓐ Article 354
      ⓑ Article 355
      ⓒ Article 356
      ⓓ Article 360

9. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ঘােষিত হয়েছিল যে ভারত একটি রাষ্ট্রে সম্মেলন (Union of States)? (WBP SI 2006)
      ⓐ Article 1
      ⓑ Article 2
      ⓒ Article 3
      ⓓ Article 4

10. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশােধনী পদ্ধতি বর্ণিত ? (WBP SI 2006)
      ⓐ Article 368
      ⓑ Article 369
      ⓒ Article 370
      ⓓ Article 371

11. গণপরিষদের খসড়া কমিটির (Drafting Committee) চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কে ? (WBP SI 2006)
      ⓐ জহরলাল নেহেরু
      ⓑ ডঃ ভীমরাও আম্বেদকর
      ⓒ ডঃ রাজেন্দ্র প্রসাদ
      ⓓ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ


12. কোন ব্যাক্তি গণপরিষদের (Constituent Assembly) সভাপতি হয়েছিলেন 11 ডিসেম্বর 1946 সালে ?
(WBP SI 2006)
      ⓐ জহরলাল নেহেরু
      ⓑ সর্দার বল্লভভাই প্যাটেল
      ⓒ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণ
      ⓓ ডঃ রাজেন্দ্র প্রসাদ

13. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কম্পট্রোলার ও অডিটর জেনারেলের (Comptroller and Auditor-General) কথা উল্লেখিত ? (WBP SI 2008)
      ⓐ Article 147
      ⓑ Article 148
      ⓒ Article 149
      ⓓ Article 150

14. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে - (WBP SI 2008)
      ⓐ Article 368
      ⓑ Article 369
      ⓒ Article 370
      ⓓ Article 371


15. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ গুলি তে ধর্মের অধিকার (Freedom of Religion) বর্ণিত ?
(WBP SI 2008)
      ⓐ Article 13-21
      ⓑ Article 21-23
      ⓒ Article 25-28
      ⓓ Article 29-30

l6. সংবিধানের কোন অনুচ্ছেদে সমগ্র ভারতের কোন অনুচ্ছেদ জরুরি অবস্থা (National Emergency) ঘােষণা করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে ? (WBP SI 2008)
      ⓐ Article 350
      ⓑ Article 351
      ⓒ Article 352
      ⓓ Article 353

17. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ অধিকারিক (Special Officer for Linguistic Minorities) নিয়ােগ করার ক্ষমতা রাষ্ট্রপতি কে দেওয়া হয়েছে ? (WBP SI 2008)
      ⓐ Article 350
      ⓑ Article 350(A)
      ⓒ Article 350(B)
      ⓓ Article 351

18. ভারতীয় সংবিধানের কততম সংশােধনীর দ্বারা 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের শিক্ষার অধিকার (Compulsory Education) মৌলিক অধিকার (Fundamental Right) হিসাবে গৃহীত হয় ? (WBP SI 2013)
      ⓐ 83 তম
      ⓑ 86 তম
      ⓒ 91 তম
      ⓓ 94 তম

19. ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয় ? (WBP SI 2013)
      ⓐ Article 368
      ⓑ Article 356
      ⓒ Article 357
      ⓓ Article 359

20. ভারতের সংবিধানে রাষ্ট্রপরিচালনায় নির্দেশাত্মক নীতি [Directive Principles of State Policy (DPSP)] কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে ? (WBP SI 2013)
      ⓐ কানাডা
      ⓒ যুক্তরাজ্য
      ⓑ আয়ারল্যান্ড
      ⓓ জার্মানী

21. ভারতের প্রথম যােজনা কমিশনের (Planning Commission) চেয়ারম্যান ছিলেন - (WBP SI 2013)
      ⓐ কে.সি.পন্থ
      ⓑ ডঃ বি.আর.আম্বেদকার
      ⓒ সিং রঙ্গরাজন
      ⓓ জওহরলাল নেহেরু

22. শেয়ার বাজার (Share Market) নিয়ন্ত্রণ করে - (WBP SI 2013)
      ⓐ SEBI
      ⓑ RBI
      ⓒ SBI
      ⓓ BSE

23. ভারতে লােকসভার প্রধান কার্যপরিচালক হলেন - (WBP SI 2013)
      ⓐ ভারতের প্রধানমন্ত্রী
      ⓑ ভারতের উপরাষ্ট্রপতি
      ⓒ লােকসভার উপাধ্যক্ষ
      ⓓ লোকসভার অধ্যক্ষ

24. ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লােকসভার অধ্যক্ষ ছিলেন ? (WBP SI 2013)
      ⓐ ডঃ এস.ডি.শর্মা
      ⓑ ডঃ রাজেন্দ্র প্রসাদ
      ⓒ এন. সঞ্জীব রেড্ডি
      ⓓ ডঃ এস. রাধাকৃণ

25. NABARD (নাবার্ড) প্রতিষ্ঠানটি জড়িত - (WBP SI 2018)
      ⓐ গ্রামের উন্নয়নে
      ⓑ শহরের উন্নয়নে
      ⓒ শিল্পের উন্নয়নে
      ⓓ রেলের উন্নয়নে

26. নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় ? (WBP SI 2018)
      ⓐ 100 টাকা
      ⓑ 500 টাকা
      ⓒ 2000 টাকা
      ⓓ 1 টাকা নোট

27. পদে থাকাকালীন কোনাে ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কাজ চালাতে পারেন - (WBP SI 2018)
      ⓐ ছয় মাস
      ⓑ তিন মাস
      ⓒ এক বছর
      ⓓ দুই বছর

28. নিম্নের কোন সংশােধনী (Amendment) দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা (Preamble) সংশােধিত হয়েছিল ? (WBP SI 2018)
      ⓐ 56 তম সংশােধন
      ⓑ 42 তম সংশোধন
      ⓒ 44 তম সংশোধন
      ⓓ এটি কখনােই সংশােধিত হয়নি

29.কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশােধন (Amendment) করা যায় ? (WBP SI 2018)
      ⓐ Article- 360
      ⓑ Article- 362
      ⓒ Article- 368
      ⓓ Article- 370

30. ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে ? (WBP SI 2018)
      ⓐ উত্তরপ্রদে
      ⓑ কর্ণাটক
      ⓒ পশ্চিমবঙ্গ
      ⓓ বিহার

31. ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত - (WBP SI Excise 2018)
      ⓐ সম বিচার ও বিনামূল্যে আইনি সহায়তা
      ⓑ আন্তর্জাতিক শক্তি ও নিরাপত্তার উন্নয়ন
      ⓒ নাগরিকদের জন্য সম নিয়মাবলী
      ⓓ বিচারকবর্গকে কার্যনির্বাহীগণের থেকে আলাদা করা

32. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন - (WBP SI 2019)
      ⓐ রাজ্যসভা দ্বারা
      ⓑ সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা
      ⓒ লােকসভা দ্বারা
      ⓓ সংসদের সদস্য দ্বারা

33. লােকসভায় “জিরাে-আওয়ার” -এর সর্বাধিক সময়কাল হল - (WBP SI 2019)
      ⓐ 60 মিনিট
      ⓑ অনির্দিষ্টকাল
      ⓒ 30 মিনিট
      ⓓ 2 ঘন্টা

34. নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার GDP-এর সর্বাধিক অংশ লাভ করে ? (WBP SI 2019)
      ⓐ নির্মাণক্ষেত্র (Secondary Sector)
      ⓑ সেবাক্ষেত্র (Services Sector)
      ⓒ কৃষিক্ষেত্র (Primary Sector)
      ⓓ উৎপাদনক্ষেত্র

35. নীচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর (Public Sector) বাণিজ্যিক ব্যাঙ্ক ? (WBP SI 2019)
      ⓐ IDBI ব্যাঙ্ক
      ⓑ ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)
      ⓒ ICICI ব্যাঙ্ক
      ⓓ ইন্ডিয়ান ব্যাঙ্ক

36. ভারতের আয়কর হল -
      ⓐ অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল
      ⓑ অপ্রত্যক্ষ এবং আনুপাতিক
      ⓒ প্রত্যক্ষ ও আনুপাতিক
      ⓓ প্রত্যক্ষ ও প্রগতিশীল

37. অন্ত্যোদয় পরিকল্পনা এর প্রধান উদ্দেশ্য - (WBP Excise Const 2013)
      ⓐ হরের গরিব মানুষের উন্নয়ন
      ⓑ কৃষকদের উন্নয়ন
      ⓒ ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন
      ⓓ গরিব মানুষের উন্নয়ন

38. ভারতের সবুজ বিপ্লব নীচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল ? (WBP Excise Const 2013)
      ⓐ গম এবং আলু উৎপাদনে
      ⓑ জোয়ার এবং তৈলবীজ উৎপাদনে
      ⓒ গম এবং চাল উৎপাদনে
      ⓓ এবং কফি উৎপাদনে

39. সাংসদ নির্বাচনে ভােট দেওয়ার অধিকার - (WBP Excise Const 2013)
      ⓐ মৌলিক অধিকার
      ⓑ রাজনৈতিক অধিকার
      ⓒ আইনি অধিকার
      ⓓ স্বাভাবিক অধিকার

40. নীচের দুটি তালিকা থেকে সঠিক উত্তর নির্বাচন করুন - (WBP Excise Const 2013)
বিশেষ পদাধিকারী   কার্যকাল
a. ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতি  1. 62 বছর বয়স পর্যন্ত
b. রাজ্যের হাইকোর্টের বিচারপতি 2. 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত এর মধ্যে যেটি কম হবে। 
c. ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল  3. 5 বছর  
d. রাজ্যপাল  4. 65 বছর বয়স পর্যন্ত

Codes:   (a)   (b)   (c)   (d)
        ⓐ   4     2       3      1
        ⓑ   4     1       2      3
        ⓒ   2     1       3      4
        ⓓ   3     2       4      1

41. রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন - (WBP Excise Const 2013)
      ⓐ জনগণ
      ⓑ লােকসভা
      ⓒ বিধানসভার নির্বাচিত সদস্যগণ
      ⓓ বিধানপরিষদের নির্বাচিত সদস্যগণ

42. রাজ্যপালকে শপথ গ্রহণ করান - (WBP Excise Const 2013)
      ⓐ ভারতের প্রধান বিচারপতি
      ⓑ ভারতের রাষ্ট্রপতি
      ⓒ হাইকোর্টের প্রধান বিচারপতি
      ⓓ বিধানসভার অধ্যক্ষ

43. নীচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন (Session) নয় ? (WBP Const 2015)
      ⓐ শীতকালীন অধিবেশন (Winter session)
      ⓑ গ্রীষ্মকালীন অধিবেশন (Summer session)
      ⓒ বর্ষাকালীন অধিবেশন (Monsoon session)
      ⓓ বাজেট অধিবেশন (Budget session)

44.ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে ? (WBP Const 2015)
      ⓐ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
      ⓑ অর্থ মন্ত্রক
      ⓒ অর্থ কমিশনত
      ⓓ ভারতীয় স্টেট ব্যাঙ্ক

45. GST পুরাে কথাটি কী ? (WBP L. Const Pre 2018)
      ⓐ Goods and Sales Tax
      ⓑ Government Supplementary Tax
      ⓒ Government State Tax
      ⓓ Goods and Service Tax

46. নীচের কোনটির প্রস্তাবে গণপরিষদ (Constituent Assembly) গঠন করার কথা বলা হয়েছিল ? (WBP Const Pre 2018)
      ⓐ ক্যাবিনেট মিশন পরিকল্পনা
      ⓑ সাইমন কমিশন
      ⓒ ওয়াভেল পরিকল্পনা
      ⓓ ক্রিপস মিশন

47. ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ? (WBP Const Pre 2018)
      ⓐ কর্ণাটক
      ⓑ জম্মু ও কাশ্মীর
      ⓒ আসাম
      ⓓ পশ্চিমবঙ্গ

48. ‘যোজনা কমিশনের’ (Planning Commission) পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে - (WBP Const Pre 2018)
      ⓐ লোকপাল
      ⓑ অর্থ কমিশন
      ⓒ লোকাযুক্ত
      ⓓ নীতি আয়ােগ

49. ভারতীয় সংবিধানের কোন সংশােধনীর মাধ্যমে ভােটাধিকারের বয়স 21 বছর 18 বছর করা হয়ে ? (WBP Const Main 2018)
      ⓐ ৭৩ তম
      ⓑ ৪২ তম
      ⓒ 88 তম
      ⓓ ৬১ তম

50. ভারতীয় সংবিধানের কোন ধারাকে (Article) ডঃ বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা (Heart and Soul)’ বলেছেন ? (WBP Const Pre 2019)
      ⓐ 19 ধারা
      ⓑ 14 ধারা
      ⓒ 32 ধারা
      ⓓ 356 ধারা

51. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর (Amendment) মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল (Territory) বিনিময় হয়েছে ? (WBP Const Pre 2019)
      ⓐ 100 তম
      ⓑ 103 তম
      ⓒ 102 তম
      ⓓ 101 তম

52. ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন ? (WBP Const Pre 2019)
      ⓐ পিনাকী চন্দ্র ঘােষ
      ⓑ বীরাপ্পা মইলি
      ⓒ আন্না হাজারে
      ⓓ এম. এন. ভেঙ্কট চিলিয়া

53. কে প্রথম ভারতের জাতীয় আয় (National Income) নির্ধারণ করেছিলেন ? (WBP Const Pre 2019)
      ⓐ দাদাভাই নৌরােজি
      ⓑ প্রশান্ত চন্দ্র মহলানবী
      ⓒ সর্দার বল্লভভাই প্যাটেল
      ⓓ ভি কে আর ডি রাও

54. কততম সংবিধান সংশােধন দ্বারা ভােটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে ? (WBP Const Main 2019)
      ⓐ 59 তম
      ⓑ 58 তম
      ⓒ 61 তম
      ⓓ 60 তম

55. সংসদে “জিরাে আওয়ার” বলতে কোন সময়কে বােঝায় ? (WBP Const Main 2019)
      ⓐ 11 টা থেকে 12 টা
      ⓑ 11 টা থেকে 1 টা
      ⓒ 12 টা থেকে 3 টে
      ⓓ 12 টা থেকে 1 টা

56. জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে ? (WBP Const Main 2019)
      ⓐ জেলাশাসক
      ⓑ জেলা পুলিশ সুপার
      ⓒ রাজ্যপাল
      ⓓ মুখ্যমন্ত্রী

57. রাজ্যসভার সভাপতিত্ব করেন - (WBP Warder 2019)
      ⓐ প্রাইম মিনিস্টার
      ⓑ প্রেসিডেন্ট
      ⓒ ভাইস প্রেসিডেন্ট
      ⓓ স্পিকার

58. ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান ? (WBP Warder 2019)
      ⓐ ভি ভি গিরি
      ⓑ রাজেন্দ্র প্রসাদ
      ⓒ জওহরলাল নেহেরু
      ⓓ জাকির হােসেন

59. ভারতীয় সংবিধানের কোন Article-এ রাষ্ট্রপতির ইস্পিচমেন্ট এর সম্বন্ধে বলা আছে ? (WBP Excise Pre 2019)
      ⓐ Article 72
      ⓑ Article 62
      ⓒ Article 61
      ⓓ Article 54

60. ভারতীয় সংবিধানের কোন ধারা High Court গুলিকে Writs জারি করার ক্ষমতা দিয়েছে ? (WBP Excise Pre 2019)
      ⓐ Article 32
      ⓑ Article 15
      ⓒ Article 370
      ⓓ Article 226

61. ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি - (WBP Excise Pre 2019)
      ⓐ রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লােকসভা
      ⓑ রাজ্যসভা এবং লোকসভা
      ⓒ লােকসভা ও রাষ্ট্রপতি
      ⓓ শুধুমাত্র লােকসভা

62. নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন? (WBP Const Pre 2015)
      ⓐ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া।
      ⓑ কম্পট্রোলার আত্তি অডিটর জেনারেল অফ ইন্ডিয়া।
      ⓒ রাজ্যের রাজ্যপাল।
      ⓓ উপরের সবকটিই।


✅ আমরা PDF টা আপলোড করে দিলাম.... পিডিএফ টিতে প্রশ্নের সঙ্গে উত্তর দেওয়া আছে সঙ্গে আছে Explanation যা আগত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ... এটি শুধু পশ্চিমবঙ্গ পুলিশের জন্যই নয় যেকোনো পরীক্ষার জন্য উপযুক্ত...PDF টি বিশেষ ভাবে WBCS এর কথা মাথায় রেখেই বানানো হয়েছে। তাই আগামী পরীক্ষা গুলোতে খুবই সহযোগী হবে বলেই আমাদের বিশ্বাস। NOTE টা কেমন লাগলো সবাই প্লিজ জানাবেন। আপনাদের কমেন্ট থেকেই আমরা কাজ করার অনুপ্রেরণা পাই।

Some Important Features of WBP Previous Year Polity & Economy PDF

Name Specification
Size 2.2 Mb
Number of Pages 38
Edition 2005-2020
Author জিজ্ঞাসা (Jigasha)
Other PDF in Our Telegram Click here


WBP Previous Year Polity & Economy 2005-2020 Full PDF Download:
Click Here

কোনো কিছু সাহায্য বা জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।


Telegram এ যুক্ত হয়ে আমাদের পরিবারের সদস্য হন ও বিভিন্ন ebook ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। ICDS Main সহ PSC Miscellaneous Main Clerkship মেনের বিভিন্ন নোটস ও প্রাকটিস সেট পেতে পারেন। RRB NTPC Group D সহ অন্নান্ন পরীক্ষার বিশেষ স্টাডি নোটস আমাদের চ্যানেলে পাবেন। Daily The Hindu, Indian Express Kolkata, আনন্দবাজার পত্রিকা News paper Free Pdf পড়তে পারেন।
তাই দেরি না করে নিচের ফটোতে Click করে Telegram এ যুক্ত হয়ে যান, Daily Update সবার আগে পাবেন।
Join Out Telegram
Telegram Group: Jigasha 

আমাদের Facebook পেজ: Jigasha

Post a Comment

4 Comments