Subscribe Us

[PDF] WBP Excise Constable Main Previous Year Question

Download West Bengal Police Excise Constable Main Previous Year Question Paper 2013 Full PDF | WBP Excise Main 2013 Full Previous Year Paper PDF Download | Download Excise Constable Main Previous Year Question Paper with Answer Key | WBP Abgari Police Constable Main Previous Year Question Paper 2013 Full PDF Download | WBP Excise Constable Practice Set

Previous year Examination Paper of West Bengal Police (WBP) Excise Constable Main 2013 Examination Official Question paper download now. আফগারী পুলিশ ২০১৩ মেইনের সম্পূর্ণ প্রশ্নপত্রটি বাংলায় ডাউনলোড করুন।

আজ সমস্ত পরীক্ষার্থীদের জন্য আমরা ২০১৩ সালের পশ্চিমবঙ্গ পুলিশ আফগারী মূল Original Official Question Paper টি উত্তর সহ দিয়ে দিলাম। যারা এবারে Main পরীক্ষাটি দেবে তাদের জন্য খুবই উপযোগী এই PDF টি... এছাড়াও যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টবল Main পরীক্ষা দেবে তারাও এই প্রশ্ন গুলো প্রাকটিস করতে পারো. যেকোনো পরীক্ষায় সাফল্যের জন্য বিগত বছরের প্রশ্ন সল্ভ করা একান্ত জরুরি। প্রশ্নপত্র গুলো থেকে শুধু মাত্র প্রশ্নের ধারণাই পাওয়া যায় না সঙ্গে প্রশ্নের মান জানতে পারাও যায়। কিছু ক্ষেত্রে প্রশ্ন পুনরাবৃত্তি হয়। WBCS এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় ও প্রশ্নের পুনরাবৃত্তি দেখা যায় ।
সমস্ত পরীক্ষার্থী দের অনুরোধ করবো তারা যেন এই নিম্নের প্রশ্নপত্রটি খুব ভালো ভাবে অনুশীলন করে । নিচে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেই ডাউনলোড করে নাও সবাই।
মেইনের সিলেবাসটা দেখে নাও। কোন বিষয় থেকেই কি প্রশ্ন আসবে সেটা আগে থেকে জানা বিশেষ জরুরি।
মোট 90 নাম্বারের প্রশ্ন আসবে আর 90 টি প্রশ্ন থাকবে। আর মোট সময় 90 মিনিট।

Written Test: 90 Marks
Subject Name Number Of Questions Number Of Marks
General Awareness and General Knowledge 30 30 Marks
General English 30 30 Marks
Elementary Mathematics 20 20 Marks
Reasoning 10 10 Marks
Final Interview: 10 Marks

উপরের টেবিলটা থেকে বুঝতেই পারছো কোন বিষয় থেকে কি কি প্রশ্ন আস্তে পারে। তাই তাড়াতাড়ি ডাউনলোড করে নাও সবাই।
কিছু Sample প্রশ্ন দেওয়া হলো দেখে নাও সবাই। মূল প্রশ্নপত্রটা বক্সের মধ্যে দেওয়া আছে।

1. একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেকদিন দ্বিগুণ হয় । যদি 30 শে নভেম্বর 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল?
(A) 25 নভেম্বর
(B) 15 নভেম্বর
(C) 29 নভেম্বর
(D) বলা সম্ভব নয়

2. নীচের ছক থেকে 'x' এর মান কত হবে ?

2 3
4 5 4
3 6 2

(A) 18 (B) 16 (C) 27 (D) 14

3. G এর কাছে F এর থেকে কম কিন্তু S এর থেকে বেশী টাকা আছে। E এর কাছে G এর থেকে বেশী কিন্তু F এর থেকে কম টাকা আছে। কে সবচেয়ে গরিব ?

(A) S (B) G (C) F (D) 13

4. নীচের অংকগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে। পরের অংকটি ?

1, 4, 9, 16, 25, 36, 49,
(A) 55 (B) 60 (C) 64 (D) 98

5. He had to repent ________ what he had done.
Fill in the blank with the most appropriate preposition given below.
(A) at (B) of (C) over (D) for

6. She is so _____ that she easily catches cold.
use the correct word from the following to fill in the blank.
(A) sensible (B) sincere (C) sensitive (D) sober

7. নীচের বিশেষ ক্রমে সাজানো পদগুলির পরের পদ কি হবে?
AC, FH, KM, PR,
(A) UW (B) vw (C) UX (D) TV

8. Why did you not spoken to me earlier?
Correct the sentence by using the following one.
(A) did not spoke
(B) did you not spoke
(C) did you not speak
(D) were you not spoken

9. “অস্ত্যোদয় পরিকল্পনা” এর প্রধান উদ্দেশ্য
(A) শহরের গরিব মানুষের উন্নয়ন
(B) কৃষকদের উন্নয়ন
(C) ভৃমিহীন শ্রমিকদের উন্নয়ন
(D) গরিব মানুষের উন্নয়ন

10. ভারতের সবুজ বিপ্লব নীচের কোন্ ক্ষেত্রে সবচেয়ে সফল?
(A) গম এবং আলু উংপাদনে
(B) জোয়ার এবং তৈলবীজ উৎপাদনে
(C) গম এবং চাল উৎপাদনে
(D) চা এবং কফি উৎপাদনে

11. সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার
(A) মৌলিক অধিকার
(B) রাজনৈতিক অধিকার
(C) আইনি অধিকার
(D) স্বাভাবিক অধিকার

12. নীচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তানর জন্য দায়ী নয় ?
(A) CFC নির্গমন
(B) কার্বন-ডাই-অক্সাইড নির্গমন
(C) বৃক্ষছেদন
(D) মিথেন নির্গমন

13. He was advised to abstain _____ all alcoholic drinks.
Fill in the blank with the most appropriate
preposition from the following.
(A) in
(B) at
(C) from
(D) by

14. HIV সংক্রমণ নীচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে?
(A) পরস্পর আলিঙ্গন করলে
(B) সাধারণ শৌচাগার ব্যবহার করলে
(C) খাদ্য ভাগ করে খেলে
(D) অন্যের রেজার ব্যবহার করলে

15. Questions will be answered by a ________ of experts.
Fill in the blank in the above sentence by an appropriate word given below.
(A) staff
(B) panel
(C) bunch
(D) band

16. 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন,
(A) সেবাগ্রামে
(B) ডাণ্ডিতে
(C) সবরমতিতে
(D) ওয়ার্ধাতে

17. বারদলী সত্যাগ্রহ (1928) র নেতা
(A) সর্দার বল্পভভাই প্যাটেল
(B) মহাত্মা গান্ধী
(C) বল্লভভাই জে প্যাটেল
(D) মহাদেব দেশাই

18. কােন্ ভিটামিন ভইিরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী ?
(A) ভিটামিন C
(B) ভিটামিন A
(C) ভিটামিন B-12
(D) ভিটামিন K

19. ১৯৪৩ সালে ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি (INA) আত্মপ্রকাশ করে
(A) জাপানে
(B) বার্মায়
(C) সিঙ্গাপূরে
(D) ম৷লয়ে

20.10% ক্ষতিতে A একটি ঘড়ি B কে বিক্রি করে। B ঐ ঘড়ি C কে 10% লাভে বিক্রি করে। যে দামে C ঘড়িটি কিনল সেই দামে যদি A বিক্রি করত তবে তার শতকরা ক্ষতি হত ?
(A) 10%
(B) 20%
(C) 5%
(D) 1%

21. প্রথম 15 টি বিজােড় সংখ্যার গড়
(A) 18
(B) 15
(C) 20
(D) উপরের কোনটিই নয়

22. ₹ 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্ৰা ₹ 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে ₹ 2.52 ?
(A) 2 : 3
(B) 3 : 2
(C) 5 : 3
(D) 3 : 4

23. যদি দিনে 16 ঘণ্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে ₹ 33,600 রোজগার করে। তবে দৈনিক 12 ঘণ্টা করে কাজ করে 18 জন লোক সপ্তাহে রোজগার করবে ?
(A) ₹ 40,000
(B) ₹ 35,000
(C) ₹ 28,800
(D) ₹ 37,800

24. X এর 8%, Yএর 4% এর সমান হলে X এর 20% হবে
(A) Yএর 10%
(B) Y এর 15%
(C) Y এর 20%
(D) Y এর 25%

25. 30 জন বালিকার বয়সের গড় 13 বছর। তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর। বাকি ১২ জনের বয়সের গড়
(A) 12 বছর
(B) 10 বছর
(C) 16 বছর
(D) 10.5 বছর

25. He runs as fast as a deer.
The comparative degree of fast is used correctly in the sentence
(A) He runs faster than a deer.
(B) A deer cannot run faster than he can.
(C) A deer can run faster than he can.
(D) None of the above.

26. The sun rose. The fog dispersed.
Which of the following sentences is correct, if the above sentences are joined in the form of a simple sentence?
(A) When the sun rose, the fog dispersed.
(B) The sun having risen the fog dispersed.
(C) The fog dispersed when the sun rose.
(D) As the sun rose, the fog dispersed.

27. No one can hear an unprovoked insult.
The appropriate interrogative form of the above sentence
(A) Everyone can hear an unprovoked insult.
(B) Can you bear an unprovoked insult?
(C) Who can bear an unprovoked insult?
(D) Would you hear an unprovoked insult?

28. The boy said to his mother, “Where are you going?”
Select the correct form of the sentence if changed into an indirect narration.
(A) The boy said to his mother that where she was going.
(B) The boy asked to his mother where are you going.
(C) The boy asked his mother where she was going.
(D) The boy asked where she was going.

29. A boy was ________ by a motor car.
Use the appropriate words in the blank.
(A) run into
(B) run over
(C) run at
(D) none of the above.

30. সরল সুদের হারে কোন মূলধন 20 বছরে 3 গুণ হয় ৷ একই সুদের হারে কত বছরে ঐ মূলধন দ্বিগুণ হবে ?
(A) 8 বছর
(B) 10 বছর
(C) 12 বছর
(D) 14 বছর

31. এক ব্যক্তি P থেকে Q পর্যস্ত হেটে যায় এবং Q থেকে P তে ট্যাক্সি করে ফিরে আসে। যাতায়াতে মোট সময় নেয় 16 ঘণ্টা কিন্তু সমগ্রপথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে 4 ঘণ্টা সময় কম লাগে। যদি যাওয়া আসা হেটে করে তবে সময় লাগবে
(A) 15 ঘন্টা
(B) 20 ঘণ্টা
(C) 18 ঘন্টা
(D) 12 ঘণ্টা

32. 88 দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল
(A) 9944
(B) 9678
(C) 9988
(D) 888৪

33. The word opposite in meaning to ‘Kind’
(A) Honest
(B) Famous
(C) Similar
(D) Cruel

34. ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন্ প্রণালী অবস্থিত?
(A) বেরিং প্রণালী
(B) হরমুজ প্রণালী
(C) পক্ প্রণালী
(D) মালাক্কা প্রণালী

35. কোন্ ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন?
(A) জুনকো তাবেই
(B) বাচেন্দ্রী পাল
(C) আরতি সেন
(D) এম. সি. মেরি কম

36. রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন
(A) জনগণ
(B) লোকসভা
(C) বিধানসভার নির্বাচিত সদস্যগণ
(D) বিধানপরিষদের নির্বাচিত সদস্যগণ

37. I, who ____ your superior. should be respected.
Fill in the blank with the appropriate words given below:
(A) am
(B) is
(C) are
(D) was

38. Which of the following sentences is correct?
(A) There is a university in Kolkata
(B) He is a university student
(C) A university will be established at Asansol
(D) None of the above

39. কোনো বিক্রেতা ৩৬ টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রি দাম ক্ষতি হয়। তার শতকরা ক্ষতির পরিমাণ
(A) 10%
(B) 11(1/9) %
(C) 12(1/2) %
(D) উপরের কোনটিই নয়

40. He lost his mother as soon as he was ____.
Fill in the blank with the appropriate words given below:
(A) borne
(B) bear
(C) born
(D) here

41. Murderer of one's father is
(A) Fratricide
(B) Patricide
(C) Humicide
(D) Mauicide

42. Raman is better _____ the two boys
Fill in the blank with appropriate words given below:
(A) than
(B) in
(C) to
(D) of

43. নীচের দেওয়া শব্দবদ্ধগুলিতে পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত শব্দবন্ধ কোনটি ?
(A) গাড়ি : রাস্তা
(B) রকেট : মহাকাশ
(C) জাহাজ : সমূদ্র
(D) এরােপ্নেন : চালক

44. She is so _____ that she easily catches cold.
use the correct word fom the following to fill in the blank.
(A) sensible
(B) sincere
(C) sensitive
(D) sober

45. Choose the exact meaning of the idiom/phrase in the sentence—
The prices are going up by leaps and bounds.
(A) Irregularly
(B) Gradually
(C) Rapidly
(D) Systematically

👉WBP Excise Constable Main Previous Year 2013 Full Question with Ans Key Download:
Click here

কোনো কিছু সাহায্য বা জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।


Telegram এ যুক্ত হয়ে আমাদের পরিবারের সদস্য হন ও বিভিন্ন ebook ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। ICDS Main সহ PSC Miscellaneous Main Clerkship মেনের বিভিন্ন নোটস ও প্রাকটিস সেট পেতে পারেন। RRB NTPC Group D সহ অন্নান্ন পরীক্ষার বিশেষ স্টাডি নোটস আমাদের চ্যানেলে পাবেন। Daily The Hindu, Indian Express Kolkata, আনন্দবাজার পত্রিকা News paper Free Pdf পড়তে পারেন।
তাই দেরি না করে নিচের ফটোতে Click করে Telegram এ যুক্ত হয়ে যান, Daily Update সবার আগে পাবেন।
Join Out Telegram
Telegram Group: Jigasha 

আমাদের Facebook পেজ: Jigasha

Post a Comment

0 Comments