Subscribe Us

WBP 2021 History Previous Year Questions

১১০ টি পশ্চিমবঙ্গ পুলিশের বিগত ২০০৫ থেকে ২০২০ পর্যন্ত আসা ইতিহাসের প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলাতে।
110 History MCQ in Bengali for WBCS | Rail | SSC | WBP Excise | WBP SI | WBP Constable | Indian History MCQ in Bengali | History for WBP | Indian History MCQ in Bengali | West Begal Police (WBP) Previous Year Question Paper | Kolkata Police (KP) Previous Year Question Paper | Kolkata Police (KP) Last 10 years Question Paper | Kolkata Police (KP) SI Previous Year Question Paper

✅ আজ আপনাদের জন্য History বা ইতিহাসের গুরুত্বপূর্ণ ১১০টি প্রশ্ন দিলাম। MCQ আকারে দেওয়া আছে। পরে নিজের উত্তর যাচাই করতে পারবেন। প্রশ্নগুলো পশ্চিমবঙ্গ পুলিশের বিগত ২০০৫ থেকে ২০২০ পর্যন্ত পরীক্ষায় এসেছে, তাই সবার খুবই কাজে আসবে। সামনেই WBCS সহ WBP এর অনেকগুলো পরীক্ষা আসছে তার জন্য ইতিহাস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়.. আমরা প্রশ্নগুলোকে MCQ আকারে বানিয়েছি যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয়।

✅ এই বিষয়টি WBCS (Preli + Main) | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WB Police Constable | WBP SI | WB Abgari Police | WBSSC Group C ও Group D ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলবে। আমরা PDF টা একদম নিচে আপলোড করে দিয়েছি।
প্রশ্নগুলো কেমন লাগলো নিচে অবশ্যই Comment করে জানাবেন। এইরকম Post Regular পেতে আমাদের ওয়েবসাইট দেখুন।

প্রতিটি প্রশ্নের উত্তর দেখার জন্য Show Answer Button টায় Click করে দেখুন। নিজের জানা উত্তরের সঙ্গে যাচাই করতে পারবেন।
1.চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কোন সালে? (WBP SI 2005)
      ⓐ 1221
      ⓑ 1201
      ⓒ 1227
      ⓓ 1236

2. “স্বরাজ আমার জন্মগত অধিকার” কে লিখেছেন? (WBP SI 2005)
      ⓐ মহাত্মা গান্ধী
      ⓑ জহরলাল নেহেরু
      ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
      ⓓ বালগঙ্গাধর তিলক

3. বাংলার দিওয়ানি মঞ্জুর হয় কোন সালে? (WBP SI 2005)
      ⓐ 1765
      ⓑ 1764
      ⓒ 1857
      ⓓ 1793

4. চতুর্থ বৌদ্ধ সংগীতি সম্মেলন হয় কার আমলে? (WBP SI 2005)
      ⓐ অশোক
      ⓑ হর্ষবর্ধন
      ⓒ কনিষ্ক
      ⓓ শশাঙ্ক

5. নাসিক প্রশস্তি রচনা করেন (WBP SI 2005)
      ⓐ গৌতম পুত্র সাতকর্ণী
      ⓑ চন্দ্রগুপ্ত
      ⓒ লক্ষণসেন
      ⓓ মহীপাল

6. রাজস্ব বিভাগে পাট্টা প্রচলন করেন (WBP SI 2005)
      ⓐ আলাউদ্দিন খলজি
      ⓑ ইব্রাহিম লােদী
      ⓒ শেরশাহ
      ⓓ ফিরােজ তুঘলক

7. কোন চোল সম্রাট তাঁর নৌ সাম্রাজ্যর জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? (WBP SI 2005)
      ⓐ রাজ রাজ চোল
      ⓑ রাজেন্দ্র চোল
      ⓒ বীর রাজেন্দ্র চোল
      ⓓ অধিরাজেন্দ্র চোল

৪. হরপ্পা সভ্যতার আবিষ্কৃত হয় কোন খ্রিস্টাব্দে? (WBP SI 2005)
      ⓐ 1921
      ⓑ 1902
      ⓒ 1913
      ⓓ 1932

9. কবুলিয়ত ও পাট্টা কে চালু করেছিল? (WBP SI 2005,06)
      ⓐ শেরশাহ
      ⓑ শিবাজী
      ⓒ জাহাঙ্গীর
      ⓓ ওরঙ্গজেব

10. সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছেন কোন শিখ গুরু (WBP SI 06)
      ⓐ গুরু নানক
      ⓑ গুরু তেগ বাহাদুর
      ⓒ গুরু হরগােবিন্দ
      ⓓ গুরু তেগ বাহাদুর

11.কোন সম্রাটের আমলে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি আহূত হয়েছিল? (WBP SI 2005,06)
      ⓐ অশোক
      ⓑ অজাতশত্রু
      ⓒ কালাশোক
      ⓓ কনিষ্ক

12. গীতগােবিন্দ গ্রন্থের রচয়িতা কে? (WBP SI 2006)
      ⓐ চন্ডীদাস
      ⓑ জয়দেব
      ⓒ যদু ভট্ট
      ⓓ শ্রীচৈতন্য

13. সমুদ্র গুপ্ত কে ভারতের নেপােলিয়ন বলেছেন ? (WBP SI 2006)
      ⓐ রােমিলা থাপার
      ⓑ ভি এস স্মিথ
      ⓒ আর সি মজুমদার
      ⓓ আর এস শর্মা

14. নিম্নলিখিত দের মধ্যে কে ছিলেন পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত? (WBP SI 2006)
      ⓐ অতীশ দীপঙ্কর
      ⓑ দীব্য
      ⓒ রবি কীর্তি
      ⓓ আর্য ভট্ট

15. 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন ফরমান মুঘল সম্রাট (WBP SI 2006)
      ⓐ ফারুক শেয়ার
      ⓑ শাহ আলম
      ⓒ সুজাউদ্দৌলা
      ⓓ দ্বিতীয় শাহ আলম

16. ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন (WBP SI 2006)
      ⓐ লর্ড ক্লাইভ
      ⓑ লর্ড ক্যানিং
      ⓒ লর্ড উইলিয়াম বেন্টিক
      ⓓ লর্ড লিটন

17. শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা কে? (WBP SI 2008)
      ⓐ শ্রীচৈতন্য
      ⓑ জয়দেব
      ⓒ চন্ডীদাস
      ⓓ কালিদাস

18. ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃৎ কে? (WBP SI 2008)
      ⓐ সােমনাথ
      ⓑ দামােদর পন্ডিত
      ⓒ আমির খসরু
      ⓓ গােপীনাথ কল্পিনাথ

19. জিয়াউদ্দিন বারানী লেখা একটি গ্রন্থের নাম হল (WBP SI 2008)
      ⓐ তারিখ-ই-ফিরোজশাহী
      ⓑ তককি-ই-হিন্দ
      ⓒ তুজুক-ই-জাহাঙ্গীরী
      ⓓ তুজুক ই বাবরি

20. ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়? (WBP SI 2008)
      ⓐ ব্রিটিশ সম্রাট দ্বিতীয় উইলিয়াম
      ⓑ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
      ⓒ স্যার উইলিয়াম জোন্স
      ⓓ উইলিয়াম হান্টার

21.সমুদ্র গুপ্ত কে ভারতের নেপােলিয়ন বলেছেন ঐতিহাসিক ? (WBP SI 2008)
      ⓐ রােমিলা থাপার
      ⓑ ভি এস স্মিথ
      ⓒ আর সি মজুমদার
      ⓓ আর এস শর্মা

22. “ব্যবহার সমতা; দন্ড সমতা” এই বিধি দুটি প্রবর্তন করেন (WBP SI Pre 2008)
      ⓐ বিন্দুসার
      ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
      ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য
      ⓓ সম্রাট অশােক

23. বাংলার কৌলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশীয় রাজা? (WBP SI 2008)
      ⓐ বল্লাল সেন
      ⓑ লক্ষ্মণসেন
      ⓒ বিক্রম সেন
      ⓓ বিজয় সেন।

24. কোন সম্রাটের আমলে তৃতীয় বৌদ্ধ সংগীতি আহত হয়েছিল? (WBP SI 2008)
      ⓐ অশোক
      ⓑ কনিষ্ক
      ⓒ অজাত শত্রু
      ⓓ মহাপদ্ম নন্দ

25.সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন শিখ গুরু? (WBP SI 2008)
      ⓐ গুরু নানক
      ⓑ গুরু তেগ বাহাদুর
      ⓒ গুরু হরগােবিন্দ
      ⓓ গুরু গােবিন্দ সিং

26. 1857 খ্রঃ বিদ্রোহ ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলে আখ্যায়িত করেন (WBP SI 2013)
      ⓐ এস.এন.সেন
      ⓑ আর.সি.মজুমদার
      ⓒ বি.জি.তিলক
      ⓓ ভি.ডি.সাভারকর

27. 'Each One Teach One'—কে বলেছিলেন ? (WBP SI 2013)
      ⓐ মহাত্মা গান্ধী
      ⓑ ড.এস.রাধাকৃণ
      ⓒ ড.এইচ.জি-খুরানা
      ⓓ মৌলানা আবুল কালাম আজাদ

28. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি (WBP SI 2013)
      ⓐ রাজকুমারী অমৃত কৌর
      ⓑ অ্যানি বেসান্ত
      ⓒ বিজয়লক্ষী পন্ডিত
      ⓓ সরােজিনী নাইডু

29. ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন — (WBP SI 2013)
      ⓐ রামানন্দ
      ⓑ কবীর
      ⓒ শঙ্করাচার্য
      ⓓ উপরের কেউই নন

30. সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল (WBP SI 2013)
      ⓐ সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থা
      ⓑ ধর্মীয় জীবনযাপন
      ⓒ নগর পরিকল্পনা
      ⓓ সামাজিক জীবনযাপন

31. কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্বত্ব ভােগীর ভূমিকা পালন করতাে ? (WBP SI 2013)
      ⓐ মহলওয়াড়ী ব্যবস্থা
      ⓑ রায়তওয়াড়ী ব্যবস্থা
      ⓒ চিরস্থায়ী ব্যবস্থা
      ⓓ উপরের কোনটিই নয়

32. সারনাথের ‘Lion Capital’ টি কোন রাজা নির্মাণ করেন ? (WBP SI 2013)
      ⓐ চন্দ্রগুপ্ত
      ⓑ কণিষ্ক
      ⓒ হর্ষ
      ⓓ অশােক

33. 1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন ? (WBP SI 2013)
      ⓐ লর্ড ক্যানিং
      ⓑ লর্ড কর্নওয়ালিস
      ⓒ লর্ড ডালহৌসি
      ⓓ লর্ড এ্যালেনবরাে

34. ঋগবেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন? (WBP SI 2013)
      ⓐ উত্তরভারতে
      ⓑ সমগ্র ভারতে
      ⓒ ভারতের পূর্বাংশে
      ⓓ সপ্তসিন্ধু এলাকায়

35. কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে (WBP SI 2013)
      ⓐ ধর্ম
      ⓑ শিল্প
      ⓒ সাহিত্য
      ⓓ স্থাপত্য

36. নিম্নের কোন ব্যক্তি দীন-ই-ইলাহী’র সদস্য ছিলেন? (WBP SI 2018)
      ⓐ তানসেন
      ⓑ রাজা বীরবল
      ⓒ রাজা মানসিং
      ⓓ টোডরমল

37. হেনরী ভিভিয়ান ডিরােজিও যুক্ত ছিলেনঃ (WBP SI 2018)
      ⓐ থিওসােফিক্যাল সােসাইটি-এর সাথে
      ⓑ এশিয়াটিক সােসাইটি-এর সাথে
      ⓒ ভারতের জাতীয় কংগ্রেস-এর সাথে
      ⓓ ইয়ং বেঙ্গল মুভমেন্ট-এর সাথে

38. বিচারকের কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বােসের সাহায্যকারী ছিলেনঃ (WBP SI 2018)
      ⓐ প্রফুল্ল চাকী
      ⓑ বিনয় কুমার বােস
      ⓒ রাসবিহারী বােস
      ⓓ যতি ঘােষ

39. নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? (WBP SI 2018)
      ⓐ জন নিরাপত্তা আইন
      ⓑ রাউলাট অ্যাক্ট
      ⓒ অস্ত্র আইন
      ⓓ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট

40. 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল: (WBP SI OF Excise 2018)
      ⓐ এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল
      ⓑ কংগ্রেস মনে করেছিল ভারতীয়রা স্বরাজ পাওয়ার যােগ্য
      ⓒ সদস্যদের মধ্যে মতান্তর ছিল
      ⓓ কমিশনে কোনাে ভারতীয় সদস্য ছিল না

41. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড ঘটেছিল (WBP SI 2019)
      ⓐ 28 July, 1914
      ⓑ 24 July, 1935
      ⓒ 16 October, 1905
      ⓓ 13 April, 1919

42. বীরবলের আসল নাম কী ছিল? (WBP SI 2019)
      ⓐ মহেশ দাস
      ⓑ শ্যাম দাস
      ⓒ ভগবান দাস
      ⓓ রাম দাস

43. “Letters from a Father to Daughter” বইটি লিখেছেন (WBP SI 2019)
      ⓐ মহাত্মা গান্ধী
      ⓑ বি.ডি.প্যাটেল
      ⓒ জওহরলাল নেহেরু
      ⓓ এস. রাধাকৃষ্ণন

44. 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশােয়া কে ছিলেন? (WBP SI 2019)
      ⓐ দ্বিতীয় বাজিরাও
      ⓑ মাধবরাও
      ⓒ প্রথম বাজিরাও
      ⓓ বালাজি বাজিরাও

45.পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমােহন রায় জন্মগ্রহণ করেন (WBP SI 2019)
      ⓐ হুগলী
      ⓑ নদীয়া
      ⓓ মুর্শিদাবাদ
      ⓒ বর্ধমান

46. কোন শিলালিপিতে অশােকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তাঁর উপাধি ‘দেবানামপিয়া’ দিয়ে নয় ? (WBP SI 2019)
      ⓐ মহাস্থান
      ⓑ তক্ষশিলা
      ⓒ বাহাপুর
      ⓓ মাস্কি

47. 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন (WBP Excise Const 2013)
      ⓐ সেবাগ্রামে
      ⓑ ডাণ্ডিতে
      ⓒ সবরমতিতে
      ⓓ ওয়ার্ধাতে

48. বারদুলী সত্যাগ্রহর (1928) নেতা (WBP Excise Const 2013)
      ⓐ সর্দার বল্লভভাই প্যাটেল
      ⓑ মহাত্মা গান্ধী
      ⓒ বল্লভভাই জে প্যাটেল
      ⓓ মহাদেবদেশাই

49. 1943 সালে ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি (INA) আত্মপ্রকাশ করে (WBP Excise Const 2013)
      ⓐ জাপানে
      ⓑ বার্মায়
      ⓒ সিঙ্গাপুরে
      ⓓ AMICI

50.কে ‘শের-এ-পাঞ্জাব’ নামে পরিচিত ছিলেন? (WBP Const 2015)
      ⓐ জয় প্রকাশ নারায়ণ
      ⓑ ভগত সিং
      ⓒ লালা লাজপত রাই
      ⓓ রাম মনােহর লােহিয়া

51. নিম্নলিখিত আন্দোলনগুলিকে (Movement) কালক্রমানুসারে (Chronologically) সাজালে, কোনটি সঠিক? (WBP Lady Const Pre 2018)
      i) আইন অমান্য আন্দোলন (Civil Disobedience Movement)
      ii) খিলাফৎ আন্দোলন (Khilafat Movement)
      iii) হােমরুল আন্দোলন (Home Rule Movement)
      iv) ভারত ছাড়ো আন্দোলন (Quite India Movement)
      ⓐ (iv), (iii), (ii), (i)
      ⓒ (iii), (ii), (i), (iv)
      ⓑ (ii), (iv), (i), (iii)
      ⓓ (i), (ii), (iii), (iv)

52. কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? (WBP Lady Const Pre 2018)
      ⓐ কুশিনগর
      ⓑ কটক
      ⓒ লুম্বিনী
      ⓓ বৈশালী

53. কিসের জন্য গান্ধীজী অসহযােগ আন্দোলন (Non-Cooperation Movement) বন্ধ করে দিয়েছিলেন? (WBP Lady Const Pre 2018)
      ⓐ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
      ⓑ চৌরিচৌরা ঘটনা
      ⓒ প্রথম বিশ্বযুদ্ধ
      ⓓ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড

54. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কে রচনা করেছিলেন ? (WBP Lady Const Pre 2018)
      ⓐ হুমায়ুন
      ⓑ আবুল ফজল
      ⓒ শাহজাহান
      ⓓ আকবর

55. বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত ‘বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়’ (Vikramshila University) তৈরি করেছিলেন ? (WBP Lady Const Pre 2018)
      ⓐ দেবপাল
      ⓑ ধর্মপাল
      ⓒ গােপাল
      ⓓ মহীপাল

56. মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কী? (WBP Lady Const Pre 2018)
      ⓐ মুরাদ
      ⓑ সেলিম
      ⓒ দারা
      ⓓ খুররম

57. নব্যপ্রস্তর যুগে (Neolithic Age) ভারতে কোন ধাতুর (Metal) ব্যবহার প্রচলিত ছিল ? (WBP Lady Const Pre 2018)
      ⓐ তামা (Copper)
      ⓑ রুপা (Silver)
      ⓒ সােনা (Gold)
      ⓓ লোহা (Iron)

58. বিধবা বিবাহ আইন (Widow Remarriage Act) কবে প্রবর্তিত হয়েছিল ? (WBP Lady Const Pre 2018)
      ⓐ 1856
      ⓑ 1860
      ⓒ 1858
      ⓓ 1854

59, ‘আজাদ-হিন্দ-ফেীজ’ কোন সালে গঠিত হয় ? (WBP Lady Const Pre 2018)
      ⓐ 1943
      ⓑ 1947
      ⓒ 1945
      ⓓ 1951

60. মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন ? (WBP Lady Const Pre 2018)
      ⓐ সমুদ্রপ্ত
      ⓑ চন্দ্রগুপ্ত মৌর্য
      ⓒ অশোক
      ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

61. কে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে পরিচিত ছিলেন ? (WBP Lady Const Pre 2018)
      ⓐ অ্যানি বেসান্ত
      ⓑ সিস্টার নিবেদিতা
      ⓒ ফ্লোরেন্স নাইটিঙ্গেল
      ⓓ জোয়ান অ আর্ক

62. আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল ? (WBP Lady Const Pre 2018)
      ⓐ নন্দবংশ
      ⓑ পালবংশ
      ⓒ মৌর্যবংশ
      ⓓ গুপ্তবংশ

63. জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন ? (WBP Lady Const Pre 2018)
      ⓐ জন সাইমন
      ⓑ লর্ড চেমসফোর্ড
      ⓒ জেনারেল ডায়ার
      ⓓ লর্ড মাউন্টব্যাটেন

64.বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজির কোন সালে হয়েছিল ? (WBP Lady Const Main 2018)
      ⓐ ১৮৭০
      ⓑ ১৮৩০
      ⓒ ১৭৭০
      ⓓ ১৭৬৮

65. ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলে ? (WBP Lady Const Main 2018)
      ⓐ লর্ড ওয়াভেল
      ⓑ লর্ড কর্নওয়ালিস
      ⓒ লর্ড ডালহৌসি
      ⓓ লর্ড কার্জন

66. বৌদ্ধ ধর্মগ্রন্থ ‘ত্রিপিটক’ কোন ভাষায় লেখা ? (WBP Lady Const Main 2018)
      ⓐ পালি
      ⓑ নেপালী
      ⓒ প্রাকিত
      ⓓ সংস্কৃত

67. ‘আজীবিক’ ধর্মের প্রবক্তা কে ছিলেন ? (WBP Lady Const Main 2018)
      ⓐ গৌতম বুদ্ধ
      ⓑ চৈতন্য মহাপ্রভু
      ⓒ মাখালী গোশালা
      ⓓ মহাবীর

68. ‘বাংলায় সাঁওতাল, হুল’ বিদ্রোহ হয়েছিল ? (WBP Lady Const Main 2018)
      ⓐ 1883
      ⓑ 1757
      ⓒ 1761
      ⓓ 1855

69. ‘রাষ্ট্রকূট’ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? (WBP Lady Const Main 2018)
      ⓐ তৃতীয় গােবিন্দ
      ⓑ তৃতীয় কৃষ্ণ
      ⓒ দস্তিদুর্গ
      ⓓ প্রথম কৃষ্ণ

70. কোন গুপ্ত সম্রাট ‘শকারি’ উপাধি লাভ করেছিলেন ? (WBP Lady Const Main 2018)
      ⓐ স্কন্দগুপ্ত
      ⓑ প্রথম চন্দ্রগুপ্ত
      ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
      ⓓ সমুদ্রগুপ্ত

71. ‘হুমায়ুননামা’ কে রচনা করেন ? (WBP Lady Const Main 2018)
      ⓐ আবুল ফজল
      ⓑ কাফি খাঁ
      ⓒ গুলবদন বেগম
      ⓓ হামিদাবানু বেগম

72. ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী (Extremist) গােষ্ঠীর সাথে যুক্ত না ? (WBP Lady Const Main 2018)
      ⓐ গোপাল কৃষ্ণ গোখলে
      ⓑ ঋষি অরবিন্দ
      ⓒ বিপিন চন্দ্র পাল
      ⓓ বাল গঙ্গাধর তিলক

73. ‘ভারতের নেপােলিয়ন’ কাকে বলা হত ? (WBP Const Pre 2018)
      ⓐ সমুদ্রগুপ্ত
      ⓑ স্কন্দগুপ্ত
      ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
      ⓓ প্রথম চন্দ্রগুপ্ত

74. সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল ? (WBP Const Pre 2018)
      ⓐ বিহার
      ⓑ বাংলা
      ⓒ দাক্ষিণাত্য
      ⓓ গুজরাট

75. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরাজীতে অনুবাদ করেছিলেন ? (WBP Const Pre 2018)
      ⓐ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      ⓑ মাইকেল মধুসূদন দত্ত
      ⓒ উমেশচন্দ্র দত্ত
      ⓓ জন কেরি

76. ‘পাল বংশ’ কোথায় রাজত্ব করেছিল ? (WBP Constable Pre 2018)
      ⓐ মধ্যপ্রদেশ
      ⓑ বিহার
      ⓒ দিল্লি
      ⓓ মহারাষ্ট্র

77. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন ? (WBP Const Pre 2018)
      ⓐ রাসবিহারী বোস
      ⓑ চিত্তরঞ্জন দাশ
      ⓒ সুভাষ চন্দ্র বােস
      ⓓ সুর্য সেন

78. মেডিকেল কলেজ, কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ? (WBP Cont Pre 2018)
      ⓐ 1840
      ⓑ 1857
      ⓒ 1823
      ⓓ 1835

79. দিল্লীর প্রাচীন নাম কী ছিল ? (WBP Const Pre 2018)
      ⓐ গয়া
      ⓑ ইন্দ্রপ্রস্থ
      ⓒ অযােধ্যা
      ⓓ পাটলিপুত্র

80. ‘আত্মীয় সভা’র প্রতিষ্ঠাতা কে ? (WBP Const Pre 2018)
      ⓐ মতিলাল নেহেরু
      ⓑ চিত্তরঞ্জন দাশ
      ⓒ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
      ⓓ রাজা রামমােহন রায়

81. কে 1905 সালে ‘ঢাকা অনুশীলন সমিতি’ স্থাপন করেছিলেন ? (WBP Const Pre 2018)
      ⓐ বারীন্দ্র কুমার ঘােষ
      ⓑ কেশবচন্দ্র সেন
      ⓒ ক্ষুদিরাম বসু
      ⓓ পুলিন বিহারী দাস

82. কোন সালে নেতাজী সুভাষ চন্দ্র বােস দেশত্যাগ করেছিলেন ? (WBP Const Pre 2018)
      ⓐ 1942
      ⓑ 1943
      ⓒ 1941
      ⓓ 1940

83. অজন্তা গুহাচিত্রগুলি কোন (WBP Const Pre 2018)
      ⓐ গুপ্ত বংশ
      ⓑ রাষ্ট্রকূট বংশ
      ⓒ পাল বংশ
      ⓓ মৌর্য বংশ

84. 1928 সালে ‘বরদৌলি সত্যাগ্রহ’ আন্দোলনের নেতা কে ছিলেন ? (WBP Const Pre 18)
      ⓐ বি.আর. আম্বেদকর
      ⓑ মহাদেব দেশাই
      ⓒ মহাত্মা গান্ধী
      ⓓ সর্দার বল্লভভাই প্যাটেল

85. নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল ? (WBP Const Main 18)
      ⓐ স্কন্দগুপ্ত
      ⓑ প্রথম চন্দ্রগুপ্ত
      ⓒ প্রথম কুমারগুপ্ত
      ⓓ সমুদ্রগুপ্ত

86. সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না ? (WBP Const Main 18)
      ⓐ লােহা
      ⓑ তামা
      ⓒ ব্রোঞ্জ
      ⓓ রুপা

87.নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজানঃ (WBP Const Main 18)
      I) স্বদেশী আন্দোলন II) খিলাফত আন্দোলন
      III) হােমরুল আন্দোলন IV) আইন অমান্য আন্দোলন
      ⓐ IV, I, II, III
      ⓑ I,III,II, IV
      ⓒ I, III, II, IV
      ⓓ III, II, I, IV

88. কোন মুঘল সম্রাট ‘জিন্দা পীর’ নামে পরিচিত ছিলেন? (WBP Const Pre 2019)
      ⓐ আকবর
      ⓑ ঔরঙ্গজেব
      ⓒ জাহাঙ্গীর
      ⓓ শাহজাহান

89. কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? (WBP Const Pre 2019)
      ⓐ স্বদেশী আন্দোলন
      ⓑ আইন অমান্য আন্দোলন
      ⓒ ভারত ছাড়াে আন্দোলন
      ⓓ বরদৌলি আন্দোলন

90. ‘কাইজার-ই-হিন্দ’ কাকে বলা হত? (WBP Const Pre 2019)
      ⓐ মহাত্মা গান্ধী
      ⓑ দাদাভাই নৌরােজি
      ⓒ পণ্ডিত জওহরলাল নেহেরু
      ⓓ নেতাজী সুভাষ চন্দ্র বসু

91. সতীদাহ প্রথা কে রদ করেন? (WBP Const Pre 2019)
      ⓐ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
      ⓑ লর্ড ক্যানিং
      ⓒ লর্ড কার্জন
      ⓓ লর্ড ডালহৌসি

92. ‘servants of India Society’ কে প্রতিষ্ঠা করেছিলেন? (WBP Const Pre 2019)
      ⓐ গােপালকৃষ্ণ গােখলে
      ⓑ অ্যানি বেসান্ত
      ⓒ দাদাভাই নৌরােজি
      ⓓ ঋষি অরবিন্দ ঘােষ

93. 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী (WBP Const Pre 2019)
      ⓐ লর্ড পেথিক লরেন্স
      ⓑ লর্ড মাউন্টব্যাটেন
      ⓒ এ ভি আলেক্সান্ডার
      ⓓ স্যার স্টাফোর্ড ক্রিপস

94. জালিয়ানওয়ালা বাগ-এর ঘটনা কোন সালে হয়েছিল? (WBP Const Pre 2019)
      ⓐ 1928
      ⓑ 1750
      ⓒ 1789
      ⓓ 1919

95. ‘ফতেপুর সিক্রি’ কে প্রতিষ্ঠা করেছিলেন? (WBP Const Pre 2019)
      ⓐ আকবর
      ⓑ ঔরঙ্গজেব
      ⓒ জাহাঙ্গীর
      ⓓ হুমায়ুন

96. মনসবদারী প্রথাকে প্রচলন করেছিলেন? (WBP Const Pre 2019)
      ⓐ শের শাহ
      ⓑ শাহজাহান
      ⓒ জাহাঙ্গীর
      ⓓ আকবর

97. পাল বংশের প্রতিষ্ঠাতাকে? (WBP Const Main 2019)
      ⓐ মহিপাল
      ⓑ ধর্মপাল
      ⓒ গােপাল
      ⓓ দেবপাল

98. মেগাস্থিনিস (Megasthenes) রচিত ‘ইন্ডিকা’ (Indica) গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? (WBP Const Main 19)
      ⓐ গুপ্ত
      ⓑ পল্লব
      ⓒ চালুক্য
      ⓓ মৌর্য

99. নিম্নলিখিত কোন ব্যক্তি ‘ভারতের শেকসপিয়র’ নামে পরিচিত? (WBP Warder 2019)
      ⓐ সুরদাস
      ⓑ তুলসীদাস
      ⓒ বেদব্যাস
      ⓓ কালিদাস

100. ‘গীতগােবিন্দ’ যার অনবদ্য সৃষ্টি (WBP Warder 2019)
      ⓐ জয়দেব
      ⓑ কালিদাস
      ⓒ ভবভূতি
      ⓓ বাণভট্ট

101. পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশির যুদ্ধক্ষেত্রটি অবস্থিত? (WBP Excise Const Pre 2019)
      ⓐ কোচবিহার
      ⓑ বীরভূম
      ⓒ নদিয়া
      ⓓ মুর্শিদাবাদ

102. এক সময়কার বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? (WBP Excise Const Pre 2019)
      ⓐ জলপাইগুড়ি
      ⓒ হুগলি
      ⓑ মালদা
      ⓓ বর্ধমান

103. মহাবীর কোন ভাষায় তাঁর প্রথম বাণী প্রদান করেন? (WBP Excise Const Pre 2019)
      ⓐ নেপালী
      ⓑ উর্দু
      ⓒ সংস্কৃত
      ⓓ পালি

104. কতসালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? (WBP Excise Con Pre 2019)
      ⓐ 1914
      ⓑ 1947
      ⓒ 1919
      ⓓ 1905

105. চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? (WBP Excise Const Pre 2019)
      ⓐ ঝাড়গ্রাম
      ⓑ উত্তর ২৪ পরগণা
      ⓒ নদিয়া
      ⓓ বাঁকুড়া

106. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরন করেন? (WBP Excise Const Pre 2019)
      ⓐ উইন্সটন চার্চিল
      ⓑ নেভিল চেম্বারলেন
      ⓒ স্ট্যানলি বন্ডুইন
      ⓓ রামসে ম্যাকডােনাল্ড

107. সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? (WBP Excise Con Pre 2019)
      ⓐ দয়ারাম সাহানি
      ⓑ স্যার জন মার্শাল
      ⓒ ভি. এস. আগরওয়াল
      ⓓ স্যার লিওনার্দো উইলি

108. কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? (WBP Excise Const Pre 2019)
      ⓐ সুচেতা কৃপালিনী
      ⓑ বিজয়লক্ষ্মী পন্ডিত
      ⓒ সরােজিনী নাইডু
      ⓓ রাজকুমারী অন্ত্রত কাউর

109. আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করছে? (WBP Excise Const Pre 2019)
      ⓐ মৌর্য
      ⓑ নন্দ
      ⓒ শিশুনাগ
      ⓓ হর্ষঙ্ক

110. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ‘আনন্দমঠ’ রচনা করেন? (WBP Excise Const Pre 2019)
      ⓐ 1890
      ⓑ 1882
      ⓒ 1892
      ⓓ 1858

111. ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি কে প্রকাশ করেন? (WBP Excise Const Pre 2019)
      ⓐ স্বামী বিবেকানন্দ
      ⓑ সুভাষচন্দ্র বসু
      ⓒ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
      ⓓ হরিশচন্দ্র মুখােপাধ্যায়


✅ আমরা PDF টা আপলোড করে দিলাম নিচে দেখুন.... পিডিএফ টিতে প্রশ্নের সঙ্গে উত্তর দেওয়া আছে সঙ্গে আছে explanation যা আগত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ... এটি শুধু পশ্চিমবঙ্গ পুলিশের জন্যই নয় যেকোনো পরীক্ষার জন্য উপযুক্ত...

Some Important Features of WBP Previous Year History PDF

Name Specification
Size 2 Mb
Number of Pages 30
Edition 2005-2020
Author জিজ্ঞাসা (Jigasha)
Other PDF in Our Telegram Click here


WBP Previous Year History 2005-2020 Full PDF Download:
Click Here

কোনো কিছু সাহায্য বা জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।


Telegram এ যুক্ত হয়ে আমাদের পরিবারের সদস্য হন ও বিভিন্ন ebook ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। ICDS Main সহ PSC Miscellaneous Main Clerkship মেনের বিভিন্ন নোটস ও প্রাকটিস সেট পেতে পারেন। RRB NTPC Group D সহ অন্নান্ন পরীক্ষার বিশেষ স্টাডি নোটস আমাদের চ্যানেলে পাবেন। Daily The Hindu, Indian Express Kolkata, আনন্দবাজার পত্রিকা News paper Free Pdf পড়তে পারেন।
তাই দেরি না করে নিচের ফটোতে Click করে Telegram এ যুক্ত হয়ে যান, Daily Update সবার আগে পাবেন।
Join Out Telegram
Telegram Group: Jigasha 

আমাদের Facebook পেজ: Jigasha

Post a Comment

9 Comments

  1. দাদা খুব ভালো প্রয়াস আপনার জন্য আমাদের মতো গরিব ছাত্ররা এতো ভালো study materials পাচ্ছি 👍👍

    ReplyDelete
  2. খুব সুন্দর

    স্যার বাকি বিষয় গুলোও দিবেন 🙏

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই দেবো. তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি 😊

      Delete
  3. খুব সুন্দর দাদা,Math এর ও এমন PDF দিও।।।

    ReplyDelete
  4. Hat's of to you guys.
    Thank you very much

    ReplyDelete
  5. Thank you dada tomra amder aibhabei pase theko

    ReplyDelete
  6. Baki gulo koi Geography, Science,Polity? E GULOW banao

    ReplyDelete