Subscribe Us

100 Physics MCQ in Bengali

১০০ টি পদার্থবিদ্যার প্রশ্নোত্তর
100 Physics Science MCQ in Bengali for WBCS | Rail | SSC | WBP Excise | WBP SI | WBP Constable

Physics Science MCQ in Bengali
✅ আজ আপনাদের জন্য Physics বা পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন দিলাম। MCQ আকারে দেওয়া আছে। পরে নিজের উত্তর যাচাই করতে পারবেন। প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে , তাই সবার খুবই কাজে আসবে।

✅ এই টপিকটি WBCS (Preli + Main) | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WB Police Constable | WBP SI | WB Abgari Police | WBSSC Group C ও Group D ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলবে।
প্রশ্নগুলো কেমন লাগলো নিচে অবশ্যই Comment করে জানাবেন। এইরকম Post Regular পেতে আমাদের ওয়েবসাইট দেখুন।

1 : মান এবং অভিমুখ উভয়ই আছে অথচ ভেক্টর রাশি নয়, এরূপ একটি রাশির উদাহরণ হল -
      (a) ভরবেগ
      (b) তড়িৎপ্রবাহমাত্রা
      (c) কোণ
      (d) বেগ

2 : মাত্রাহীন অথচ একক আছে, এরূপ একটি রাশি হল -
      (a) চাপ
      (b) দ্রুতি
      (c) কোণ
      (d) ক্ষমতা

3 : আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক হল -
      (a) অ্যাম্পিয়ার
      (b) রেডিয়ান
      (c) স্টেরেডিয়ান
      (d) ক্যান্ডেলা

4: ‘পারসেক’ এককটি ব্যবহার হয় -
      (a) চাপ পরিমাপের ক্ষেত্রে
      (b) ঘাতবল পরিমাপের ক্ষেত্রে
      (c) ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে
      (d) নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে

5 : অণু, পরমাণুর ব্যাস ইত্যাদি পরিমাপের জন্য নিম্নোক্ত যে রাশিটির প্রয়োজন হয় সেটি হলো -
      (a) মিলিমিটার
      (b) অ্যাস্ট্রোনমিক্যাল একক
      (c) পারসেক
      (d) ফার্মি

6 : এককের আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী অ্যাম্পিয়ার হলো এক ধরনের -
      (a) লব্ধ একক
      (b) মাত্রাহীন রাশি
      (c) মৌলিক একক
      (d) অনুপাত

7 : নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হল -
      (a) দ্রুতি
      (b) বেগ
      (c) ভর
      (d) চাপ

8 : ঘনকোণের একক হল -
      (a) ডিগ্রী
      (b) ক্যান্ডেলা
      (c) স্টেরেডিয়ান
      (d) কোনোটিই নয়

9 : তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি লম্ব এককের উদাহরণ হল -
      (a) বেগের একক
      (b) ত্বরণের একক
      (c) আয়তনের একক
      (d) ভরবেগের একক

10 : পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক মধ্যরেখা কে অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে, সেই সময়কে বলে -
      (a) 1 বছর
      (b) 1 মাস
      (c) 1 আলোকবর্ষ
      (d) 1 সৌরদিন

11 : 277K তাপমাত্রায় 1kg বিশুদ্ধ জলের আয়তন কে বলা হয়-
      (a) 1 ঘন সেমি
      (b) 1000 লিটার
      (c) 1 লিটার
      (d) 100 ঘন সেমি

12 : স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ?
      (a) আসঞ্জন বল
      (b) যান্ত্রিক বল
      (c) অভিকর্ষজ বল
      (d) মহাকর্ষ বল

13 : নিম্নোক্ত গুলির মধ্যে কোনটি ভৌত রাশি নয় -
      (a) দৈর্ঘ্য
      (b) আয়তন
      (c) বায়ু
      (d) ক্ষেত্রফল

14 : দুটি ঘটনার মধ্যবর্তী সময়ের ব্যবধান পরিমাপের জন্য ব্যবহৃত হয় -
      (a) রিস্ট ওয়াচ
      (b) স্টপ ওয়াচ
      (c) দোলক ঘড়ি
      (d) টেবিল ক্লক

15 : একটি স্কেলার রাশি এবং অপরটি ভেক্টর রাশি কিন্তু তাদের একক অভিন্ন। এরূপ উদাহরণ হল-
      (a) দ্রুতি ও বেগ
      (b) কার্য ও শক্তি
      (c) ত্বরণ ও মন্দন
      (d) দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল

16 : একটি বস্তুর উপাদানের ঘনত্ব 2.73g.cm-3 এবং আয়তন 20 cm3 হলে, বস্তুটির ভর হবে -
      (a) 273 g
      (b) 54.6 g
      (c) 5.46 g
      (d) 546 g

17: এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করার জন্য ব্যবহৃত যন্ত্রটি হলো -
      (a) সাধারণ তুলাযন্ত্র
      (b) ড্রপার
      (c) আয়তনমাপক চোঙ
      (d) অন্য কোনো যন্ত্র

18 : বল এবং ত্বরণের মাত্রার অনুপাত হল -
      (a) দৈর্ঘ্যের মাত্রা
      (b) সময়ের মাত্রা
      (c) ভরের মাত্রা
      (d) কোনোটিই নয়

19: আলোকবর্ষ হল -
      (a) আলোকরশ্মির সূর্য থেকে পৃথিবীতে পৌছানোর সময়
      (b) দৈর্ঘ্যের লব্ধ একক
      (c) সময় একক
      (d) শূন্য মাধ্যমে আলোকরশ্মির এক বছরে অতিক্রান্ত দূরত্ব

20 : মেট্রোনাম হল -
      (a) এক ধরনের সুবেদী তুলা যন্ত্র
      (b) দৈর্ঘ্য পরিমাপ এক ধরনের সূক্ষ্মস্কেল
      (c) উপগ্রহ উৎক্ষেপণ কালে ব্যবহৃত সময়ের নির্ভুল পরিমাপক এক ধরনের ঘড়ি
      (d) কোনোটিই নয়

21 : সোনা বা হীরের ভর পরিমাপের জন্য সাধারণত কোন একক ব্যবহার করা হয় ?
      (a) amu
      (b) kg
      (c) ক্যারেট
      (d) ডালটন

প্রশ্ন : নিজের রাশি গুলির মধ্যে মাত্রাহীন রাশি হল -
      (a) আপেক্ষিক তাপ
      (b) আপেক্ষিক গুরুত্ব
      (c) লীন তাপ
      (d) সময়

22 : SI পদ্ধতিতে কোন পদার্থের ঘনত্বের সংখ্যামান CGS পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্বের সংখ্যামানের -
      (a) বেশি
      (b) কম
      (c) সমান
      (d) নির্ণয় করা সম্ভব নয়

23 : যদি আলোর বেগকে, বেগের একক এবং 1 বছরকে সময়ের একক ধরা হয়, তবে দৈর্ঘ্যের একক হবে -
      (a) ফার্মি
      (b) আলোক সেকেন্ড
      (c) আলোকবর্ষ
      (d) পারসেক

24 : দৈর্ঘ্য, সময় এবং বলের একক দ্বিগুণ হলে, ক্ষমতার একক বৃদ্ধি পাবে-
      (a) দ্বিগুণ
      (b) তিনগুণ
      (c) চার গুণ
      (d) পাঁচ গুণ

25 : মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি হল -
      (a) কার্য
      (b) আয়তন
      (c) কম্পাঙ্ক
      (d) কোণ

26 : ভর মাপার যন্ত্রের নাম কি ?
      (a) ম্যানোমিটার
      (b) থার্মোমিটার
      (c) স্প্রিং তুলা
      (d) সাধারণ তুলাযন্ত্র

27 : 1 g-wt = কত dyne -
      (a) 9.81
      (b) 981
      (c) 1/981
      (d) 1/9.81

28 : SI পদ্ধতিতে ওজনের পরম একক হল –
      (a) Newton
      (b) kg-wt
      (c) dyne
      (d) g-wt

29 : পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন -
      (a) সর্বোচ্চ
      (b) ভূপৃষ্ঠের অর্ধেক হয়
      (c) ওজন থাকে না
      (d) ভূপৃষ্ঠের দ্বিগুণ হয়

30 : ভূ-পৃষ্ঠের কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক ?
      (a) ভূ কেন্দ্রে
      (b) নিরক্ষীয় তলে
      (c) এভারেস্টের চূড়ায়
      (d) মেরু অঞ্চলে

31 : চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের তুলনায় কত গুণ ?
      (a) 6 গুণ
      (b) 4 গুণ
      (c) 1/6 গুন
      (d) কোনোটিই নয়

32 : অপ্রচলিত শক্তির বৈশিষ্ট্য হল -
      (a) দূষণ সৃষ্টিকারী
      (b) পুনর্নবীকরণযোগ্য
      (c) ব্যয়বহুল
      (d) কোনোটিই নয়

33 : লোহাকে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তার ওজন বাড়ে – এই ঘটনাটি কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় ?
      (a) ভরের সংরক্ষণ সূত্র
      (b) ভরবেগের সংরক্ষণ সূত্র
      (c) শক্তির সংরক্ষণ সূত্র
      (d) কোনোটিই নয়

34 : কিছুক্ষণ দৌড়ালে শরীর গরম হয়ে ওঠে, এক্ষেত্রে শক্তির রূপান্তর কিরূপ -
      (a) স্থিতিশক্তি->গতিশক্তি
      (b) গতিশক্তি-> তাপশক্তি
      (c) রাসায়নিক শক্তি->তাপশক্তি
      (d) শক্তির কোন রূপান্তর হয় না

35: শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তির রূপান্তরের উদাহরণ হল-
      (a) রেডিও
      (b) টেলিফোনের প্রেরক যন্ত্র
      (c) টেলিভিশন
      (d) ইলেকট্রিক গিটার

36 : নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে g-এর মান -
      (a) একই থাকে
      (b) কমে
      (c) বাড়ে
      (d) 45° অক্ষাংশ পর্যন্ত কমে

37 : একটি গোলাকার বস্তু অবাধে পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করে -
      (a) বস্তুটির ভরের উপর
      (b) বস্তুটির ব্যাসার্ধের উপর
      (c) বস্তুটির উপাদানের ঘনত্বের উপর
      (d) উপরের কোনটিই সঠিক নয়

38 : দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের একটি উপায় হল-
      (a) বৈদ্যুতিক বাতি
      (b) সঞ্চয়ক কোশ
      (c) টেলিভিশন
      (d) কোনোটিই নয়

39 : কোনো বস্তুর ওজন সর্বোচ্চ হয় -
      (a) আটলান্টিক মহা সমুদ্রের তলায়
      (b) এভারেস্ট শৃঙ্গের মাথায়
      (c) নিরক্ষীয় অঞ্চলে
      (d) মেরু অঞ্চলে

40 : একটি বিকারে রাখা তরলে একটি বস্তু ভাসছে। সমগ্র সংস্থাটি অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল। বস্তুর উপর তরলের দ্বারা প্রযুক্ত প্লবতার মান -
      (a) অপসারিত তরলের ওজনের সমান
      (b) বায়ুতে বস্তুর ওজনের সমান
      (c) সমআয়তনের তরলের ওজনের সমান
      (d) শূন্য

41 : অপ্রচলিত শক্তির উদাহরণ হল -
      (a) নিউক্লিয় শক্তি
      (b) বায়ু শক্তি
      (c) তড়িৎ শক্তি
      (d) রাসায়নিক শক্তি

42: বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য -
      (a) বেড়ে যেত
      (b) একই থাকত
      (c) দিন বা রাত কিছুই হতো না
      (d) কমে যেত

43: একটি পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ-সময় লেখটি
      (a) তরুণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা
      (b) সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা
      (c) মূলবিন্দুগামী একটি সরলরেখা
      (d) মূলবিন্দুগামী একটি অর্ধ বৃত্তাকার রেখা

44: স্প্রিং তুলা যন্ত্র যে স্থানে কাজ করে না, সেই স্থানটি হল -
      (a) চন্দ্রপৃষ্ঠ
      (b) পৃথিবীপৃষ্ঠ
      (c) পৃথিবীর কেন্দ্র
      (d) খনির মধ্যস্থল

45: একটি বস্তুর ভার 9.8kg হলে বস্তুটির ভর -
      (a) 980 g
      (b) 1 kg
      (c) 9.8 kg
      (d) 1 g

46: স্থির চাপে কি ধরনের পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হয় -
      (a) বিশুদ্ধ অনিয়তাকার
      (b) বিশুদ্ধ তরল পদার্থের
      (c) বিশুদ্ধ কেলাসাকার পদার্থের
      (d) সাধারণ যে কোন পদার্থের

47: যেকোনো অবস্থান্তরের সময় পদার্থের তাপমাত্রা -
      (a) বৃদ্ধি পায়
      (b) বৃদ্ধি বা হ্রাস পেতে পারে
      (c) হ্রাস পায়
      (d) অপরিবর্তিত থাকে

48: নিচের কোন পদার্থটির নির্দিষ্ট গলনাঙ্ক নেই ?
      (a) বরফ
      (b) ঢালাই লোহা
      (c) মোম
      (d) তামা

49: নিম্নলিখিত পদার্থ গুলি থেকে এমন একটি পদার্থ চিহ্নিত করো যা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত
হয় ?
      (a) নিশাদল
      (b) মোম
      (c) বরফ
      (d) লবণ

50: তাপমাত্রার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক -
      (a) 0 k
      (b) 273 k
      (c) -273 k
      (d) 100 k

51: স্ফুটন (Boiling) এর সময় তরলের উপরের বাষ্পের চাপ, বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা -
      (a) কম হয়
      (b) উভয়ই সমান হয়
      (c) বেশি হয়
      (d) বাষ্পের কোনো চাপ নেই

52: দুই টুকরো বরফ কে এক সঙ্গে কিছুক্ষণ চাপ দিয়ে রেখে দিলে, খন্ড দুটি জোড়া লেগে যায়। এই ঘটনাকে বলে -
      (a) বাষ্পায়ন
      (b) শীতলী ভবন
      (c) কঠিনীভবন
      (d) পুনঃশিলীভবন

53: বরফের সঙ্গে খাদ্য লবন মেশালে, মিশ্রণের গলনাঙ্ক -
      (a) কমে যায়
      (b) বেড়ে যায়
      (c) একই থাকে
      (d) কোনোটিই নয়

54: বটমলির পরীক্ষাটি সফল হতে গেলে, চারপাশের বায়ুমন্ডলের তাপমাত্রা-
      (a) 0°C –এর অনেক কম হতে হবে
      (b) ঠিক 0°C-ই হতে হবে
      (c) 0°C-এর উপরে থাকতে হবে
      (d) যেকোনো তাপমাত্রা ঘটতে পারে

55: যে উষ্ণতায়, কোন নির্দিষ্ট পরিমাণ বায়ু, তার মধ্যে উপস্থিত জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে বলে-
      (a) স্ফুটনাঙ্ক
      (b) শিশিরাঙ্ক
      (c) সংকট উষ্ণতা
      (d) কোনোটিই নয়

56: পিতলের কোন বৈশিষ্ট্যের জন্য এটি মূর্তি প্রস্তুতিতে ব্যবহৃত হয় ?
      (a) পিতল চকচকে
      (b) পিতল অন্যান্য ধাতুর তুলনায় সস্তা
      (c) পিতলকে সহজেই গলানো যায়
      (d) পিতল তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়

57: শিশির জমার উপযুক্ত পরিবেশ হলো -
      (a) মেঘাচ্ছন্ন আকাশ
      (b) সন্ধ্যেবেলার আকাশ
      (c) মেঘমুক্ত আকাশ
      (d) কোনোটিই নয়

58: কোন একদিন কলকাতা এবং দিল্লির তাপমাত্রা সমান হলেও, দিল্লি বেশি আরামপ্রদ লাগে কেন -
      (a) দিল্লি বড় শহর
      (b) দিল্লিতে জলীয়বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি
      (c) দিল্লিতে জলীয়বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত কম
      (d) অন্য কোনো কারণ

59: বিশুদ্ধ জল অপেক্ষা সমুদ্র জলের হিমাঙ্ক -
      (a) কম
      (b) বেশি
      (c) উভয়ই সমান
      (d) কোনোটিই নয়

60: বায়ুশূন্য স্থানে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক -
      (a) 100°C অপেক্ষা অনেক বেশি
      (b) 100°C অপেক্ষা অল্প বেশি
      (c) ঠিক 100°C
      (d) যেকোনো উষ্ণতা হতে পারে

61: বায়ুশূন্য স্থানে বাষ্পায়নের হার -
      (a) বৃদ্ধি পায়
      (b) হ্রাস পায়
      (c) অপরিবর্তিত থাকে
      (d) বাষ্পায়ন সম্ভব হয় না

62: মেঘকে বলা যেতে পারে -
      (a) সম্পৃক্ত বাষ্প
      (b) অসম্পৃক্ত বাষ্প
      (c) ঊর্ধ্বাকাশের কুয়াশা
      (d) কোনোটিই নয়

63: বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি, বাষ্পায়নের হার -
      (a) বাড়িয়ে দেয়
      (b) একই থাকে
      (c) কমিয়ে দেয়
      (d) বাড়াতেও পারে এবং কমাতেও পারে

64: শীতকালে আমাদের শরীরের নরম ত্বক ফেটে যায় কারণ -
      (a) শীতকালে বায়ুমণ্ডলের উষ্ণতা অনেক কম থাকে
      (b) শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে
      (c) শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে
      (d) শীতকালে বায়ু চলাচল কম হয়

65: কোন গ্যাসীয় পদার্থের উষ্ণতা, সংকট উষ্ণতার নিচে থাকলে তাকে বলে -
      (a) গ্যাস
      (b) বাষ্প
      (c) তরল
      (d) অতিতরল

66: শীতপ্রধান দেশে গাড়ির রেডিয়েটরের জলের সঙ্গে গ্লিসারিন মেশানো হয়, কারণ -
      (a) এর ফলে দ্রবণের হিমাঙ্ক বেড়ে যায়
      (b) এর ফলে দ্রবণের হিমাঙ্ক 0°C-এর চেয়ে কম হয়
      (c) এর ফলে দ্রবণের স্ফুটনাংক বৃদ্ধি পায়
      (d) এর ফলে দ্রবণের গাড়ত্ব কমে যায়

67: কোন তরলের মধ্যে অন্য কোন গ্যাস দ্রবীভূত থাকলে, তরলের স্ফুটনাংক -
      (a) বৃদ্ধি পায়
      (b) একই থাকে
      (c) হ্রাস পায়
      (d) কোনোটিই নয়

68: কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হলে -
      (a) আয়তন বৃদ্ধি পায়
      (b) আয়তন হ্রাস পায়
      (c) আয়তন অপরিবর্তিত থাকে
      (d) আয়তন বৃদ্ধি বা হ্রাস পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে না

69: কোনো কঠিন পদার্থের গরম গলনের সময়, তাপমাত্রা -
      (a) বৃদ্ধি পায়
      (b) হ্রাস পায়
      (c) একই থাকে
      (d) প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়

70: সাধারণত কোনো দ্রবণের স্ফুটনাংক দ্রাবকের স্ফুটনাঙ্ক ও
অপেক্ষা -
      (a) কম হয়
      (b) বেশি হয়েছে
      (c) একই থাকে
      (d) দ্রবণ এবং দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে

71: আবহমণ্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোকসংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় ?
      (a) পার অ্যাসিটাইন নাইট্রেট
      (b) নাইট্রোজেন মনোক্সাইড
      (c) আলট্রা ভায়োলেট রশ্মি
      (d) হাইড্রোকার্বন

72: কোন তলটি তাপের উত্তম শোষক ?
      (a) সাদা অমসৃণ তল
      (b) কালো অমসৃণ তল
      (c) সাদা মসৃণ তল
      (d) কালো মসৃণ তল

73:‘হিগস বোসন’ হল-
      (a) সিনেমার নাম
      (b) একটি মৌল কণা
      (c) ঔষধের শ্রেণিগত নাম
      (d) গ্রহ

74:বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হল-
      (a) তির্যক
      (b) অনুদৈর্ঘ্য
      (c) তড়িৎ চুম্বকীয়
      (d) সমবর্তন

75: সমতল দর্পনের প্রতিবিম্ব হয়-
      (a) সদবিম্ব এবং খাড়া
      (b) অসদবিম্ব এবং উল্টানো
      (c) অসদবিম্ব এবং খাড়া
      (d) সদবিম্ব এবং উল্টানো

76: মরুভূমিতে সৃষ্ট মরীচিকা কিসের উদাহরণ ?
      (a) বিচ্ছুরণ
      (b) প্রতিসরণ
      (c) প্রতিবিম্ব
      (d) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

77: মরুভূমিতে সৃষ্ট মরীচিকা কিসের উদাহরণ ?
      (a) বিচ্ছুরণ
      (b) প্রতিসরণ
      (c) প্রতিবিম্ব
      (d) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

78: নিচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি ?
      (a) জল
      (b) ইথার
      (c) বেঞ্জিন
      (d) পারদ

79: কোন ধাতুটির উপর আলো পড়লে রোধ কমে যায় ?
      (a) সেলিনিয়াম (Se)
      (b) তামা
      (c) উলফ্রেমাইট
      (d) বিসমাথ

80: সৌর কোশ কি দিয়ে তৈরী হয় ?
      (a) জার্মেনিয়াম
      (b) হিলিয়াম
      (c) সিলিকন ও জার্মেনিয়াম
      (d) সিলিকন

81: হিলিয়ামের বাইরের কক্ষে মোট ইলেকট্রন আছে ?
      (a) 2
      (b) 4
      (c) 1
      (d) 3

82: কম্পাঙ্ক কোন এককে মাপা হয় ?
      (a) ডেসিবেল
      (b) ক্যান্ডেলা
      (c) মিটার
      (d) হার্জ

83: বায়ু কোন ধরনের পদার্থ ?
      (a) যৌগিক পদার্থ
      (b) মিশ্র পদার্থ
      (c) মৌলিক পদার্থ
      (d) পরিবর্তনশীল

84: Resultant of Balanced Forces জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক?
      (a) এটি শূন্য
      (b) এটি শূন্য নয়
      (c) এটি ক্রমাগত পরিবর্তিত হয়
      (d) উপরের কোনটিই নয়

85: ‘Pitch’ is a characteristic of sound that depends upon its -
      (a) তীব্রতা (Intensity)
      (b) কম্পাঙ্ক (frequency)
      (c) গুণমান (quality)
      (d) None of these

86: 'Diopter' কিসের একক?
      (a) লেন্সের পাওয়ার
      (b) লেন্সের ফোকাল দৈর্ঘ্য
      (c) লেন্সের তীব্রতা
      (d) শব্দের তীব্রতা

87: নিচের কোনটি পৃষ্ঠতল টানের (surface tension) ফলে হয়ে থাকে?
      (a) মাধ্যাকর্ষণ টান
      (b) সান্দ্রতা (Viscosity)
      (c) কৈশিক ক্রিয়া (Capillary Action)
      (d) বিকিরণ (Radiation)

88: দুধ থেকে ক্রিম সরানো হলে এর ঘনত্ব --
      (a) বৃদ্ধি পায়
      (b) হ্রাস পায়
      (c) একই থাকে
      (d) বৃদ্ধি বা হ্রাস হতে পারে

89: Mass of an object is a _____.
      (a) Physical Quantity
      (b) Fundamental Quantity
      (c) Scalar Quantity
      (d) All options are correct

90: আর্দ্রতা কিসের দ্বারা পরিমাপ করা হয় ?
      (a) হাইড্রোমিটার
      (b) হাইগ্রোমিটার
      (c) পাইরোমিটার
      (d) ল্যাক্টোমিটার

91: আপেক্ষিক ঘনত্বের একক কী?
      (a) Kg/m
      (b) Kg/m²
      (c) Kg/m³
      (d) It has no unit

92: আপেক্ষিকতা তত্ত্ব (Theory of Relativity) আবিষ্কার কে করেন ?
      (a) আইজ্যাক নিউটন
      (b) মেরি কুরি
      (c) চার্লস ডারউইন
      (d) অ্যালবার্ট আইনস্টাইন

93: 'ব্ল্যাক হোল' ভবিষ্যদ্বাণী করেছিলেন কোন বিজ্ঞানী ? (WBCS Main)
      (a) কোপার্নিকাস
      (b) আইনস্টাইন
      (c) রাদারফোর্ড
      (d) সত্যেন বোস

94: এর মধ্যে কোনটি অপটিক্যাল ক্রিয়াকলাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়? (WBCS Main)
      (a) Polarimeter
      (b) Planometer
      (c) Psychrometer
      (d) Photometer

95: যদি কোনও উপাদানের ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ডের মধ্যে ব্যান্ডের ব্যবধান 5.0eV হয় তবে উপাদানটি হয় -(WBCS Main)
      (a) অর্ধপরিবাহী (Semiconductor)
      (b) ভাল কন্ডাক্টর (good conductor)
      (c) সুপার কন্ডাক্টর (superconductor)
      (d) অন্তরক (insulator)

96: জল কোন তাপমাত্রায় সর্বাধিক ঘনত্ব অর্জন করে (WBCS Main)
      (a) 0° C
      (b) 4°F
      (c) 4 K
      (d) 4°C

97: The Crown glass is an ? (WBCS Main)
      (a) Optical glass
      (b) Radiation shield glass
      (c) Safety glass
      (d) Toughened glass

98: One nanometer(nm) is equal to (WBCS Main)
      (a) 10-9 m
      (b) 10-15 m
      (c) 10-18 m
      (d) 10-12 m

99: একটি আদর্শ 'Ammeter' এর রোধ কত হয়? (WBCS Main)
      (a) শূন্য
      (b) কম
      (c) উচ্চ
      (d) অসীম

100: কোষের পরিবর্তন এবং ক্যান্সারের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি ? (WBCS Main)
      (a) β-রশ্মি
      (b) α-রশ্মি
      (c) γ-রশ্মি
      (d) X -রশ্মি



আরো দেখুন বাংলাতে ১২০ টি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন। Link 👇👇👇
👉120 General Science MCQ in Bengali Click Here


কোনো কিছু সাহায্য বা জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।


Telegram এ যুক্ত হয়ে আমাদের পরিবারের সদস্য হন ও বিভিন্ন ebook ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।WBCS সহ WBPSC র অন্নান্ন পরীক্ষার সমস্ত স্টাডি মেটেরিয়াল আমাদের টেলিগ্রামে প্রতিনিয়ত Upload করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের (WBP) নতুন রিক্রুটমেন্টর জন্য বিশেষ নোটস পেতে আমাদের টেলিগ্রামে Join করতে পারেন। ICDS Main সহ PSC Miscellaneous Main, Clerkship মেনের বিভিন্ন নোটস ও প্রাকটিস সেট পেতে পারেন। RRB NTPC Group D সহ অন্নান্ন পরীক্ষার বিশেষ স্টাডি নোটস আমাদের চ্যানেলে পাবেন। Daily The Hindu, Indian Express Kolkata, আনন্দবাজার পত্রিকা, Times Of India, News paper Free Pdf পড়তে পারেন।
তাই দেরি না করে নিচের ফটোতে Click করে Telegram এ যুক্ত হয়ে যান, Daily Update সবার আগে পাবেন।
Join Out Telegram
Telegram Group: Jigasha 

আমাদের Facebook পেজ: Jigasha

Post a Comment

2 Comments