Subscribe Us

General Science MCQ in Bengali

Important 120 General Science MCQ Questions in Bengali | বাংলাতে ১২০ টি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন

Science MCQ in Bengali
✅ যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্যই জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ. সঙ্গে বর্তমান যুগের কম্পিউটার টেকনোলজি যুক্ত হয়েছে.
✅ এই টপিকটি WBCS (প্রিলিমিনারিতে 25 নম্বর ও মেইনে 100 নম্বর) | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WB Police Constable | WBP SI | WB Abgari Police | WBSSC Group C ও Group D ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলবে | বেশিরভাগ প্রশ্ন গুলোই কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছিলো এবং আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
  1. একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে । তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না ?
    (A) বেগ
    (B)  ভরবেগ
    (C)  গতিশক্তি
    (D) ত্বরণ

  2. পরমশূন্য তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেখানে—
    (A) জল জমে বরফে পরিণত হয়
    (B) পদার্থের অণুগুলির গতি স্তব্ধ হয়
    (C) সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে
    (D) অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পরের সমান হয়

  3. এদের কোনটি দৈর্ঘ্যের একক নয় ?
    (A) আলোকবর্ষ
    (B) মাইক্রন
    (C) AU
    (D) রেডিয়ান

  4. গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচখন্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের তুলনায়—
    (A) বেশি
    (B) কম
    (C) প্রায় সমান
    (D) এটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না।

  5. ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূসংলগ্ন করা হলে—
    (A) পরিবাহী থেকে ভূপৃষ্ঠে ইলেকট্রন প্রবাহিত হবে
    (B) পরিবাহী থেকে ভূপৃষ্ঠে প্রোটন প্রবাহিত হবে
    (C) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে
    (D) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে প্রোটন প্রবাহিত হবে

  6. সিটিবিটি (CTBT) শব্দটি যুক্ত — (WBCS 2012)
    (A) পরমাণু অস্ত্রের সঙ্গে
    (B) কেন্দ্রীয় কর ব্যবস্থার সঙ্গে
    (C) আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে
    (D) উপরোক্ত কোনটিই নয়

  7. সোনার ঘনত্ব রুপার তুলনায় অস্বাভাবিক বেশি— কারণ
    (A) রুপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি
    (B) রুপার তুলনায় সোনার পারমাণবিক সংখ্যা বেশি
    (C) উচ্চ প্রতিবন্ধক ইলেকট্রনের (Screening effect) প্রভাব
    (D) ল্যানথানাইড সংকোচন

  8. টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?
    (A) অবলোহিত রশ্মি
    (B) অতিবেগুনী রশ্মি
    (C) মাইক্রো তরঙ্গ
    (D) X -রশ্মি

  9. প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল—
    (A) মলিশেষের পরীক্ষা
    (B) বিউরেট পরীক্ষা
    (C) ডি.এন.পি. পরীক্ষা
    (D) বেনেডিক্টের পরীক্ষা

  10. নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক (Thermoplastic) ?
    (A) রবার
    (B) নাইলন 6-6
    (C) PVC
    (D) বেকেলাইট

  11. ‘প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব’টির প্রবক্তা হলেন—
    (A) জে. বি. এস. হলডেন
    (B) জি.জে. মেন্ডেল
    (C) এ. আই. ওপারিন
    (D) সি. আর. ডারউইন

  12. নিমাটোফোর (শ্বাসমূল) -এর উপস্থিতি দেখা যায়—
    (A) ম্যানগ্রোভ উদ্ভিদে
    (B) এপিফাইটিক উদ্ভিদে
    (C) হাইড্রোফাইটিক উদ্ভিদে
    (D) পতঙ্গভোজী উদ্ভিদে

  13. জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট—
    (A) উদ্ভিদের সালোক সংশ্লেষের সঙ্গে
    (B) উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহণের সঙ্গে
    (C) উদ্ভিদের উত্পাদিত খাদ্যের সংগ্রহশালা হিসেবে
    (D) উদ্ভিদের উৎসেচক পরিবহণের সঙ্গে

  14. গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচখন্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের তুলনায়— (WBCS 2012)
    (A) বেশি
    (B) কম
    (C) প্রায় সমান
    (D) এটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না

  15. ‘Aerial Photographs’ নিম্নলিখিত যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়—
    (A) মাইক্রোস্কোপ
    (B) স্টিরিওস্কোপ
    (C) প্যারাল্যাক্সবার
    (D) থিওডোলাইট

  16. পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে—
    (A) রক্ত
    (B) লসিকানালী
    (C) যকৃত
    (D) অন্ত্র

  17. ADH -এর অভাবে যে রোগটি সৃষ্টি হয়—
    (A) ডায়াবেটিস ইনসিপিডাস 
    (B) ডায়াবেটিস মেলিটাস
    (C) গ্রেভ -এর রোগ
    (D) কুশিং রোগ

  18. ‘Bauxite’  নিম্নলিখিত দ্রব্য উত্পন্ন হয়—
    (A) অ্যালুমিনিয়াম
    (B) অ্যালুমিনা
    (C) বায়োটাইট অভ্র
    (D) চালকোপাইরাইট

  19. মানুষের স্বাভাবিক রক্ত—
    (A) আম্লিক (acidic)
    (B) ক্ষারীয় (alkaline)
    (C) প্রশমিত (Neutral)
    (D) পরিবর্তনশীল (variable)

  20. নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাসজনিত রোগ ?
    (A) ট্রাইপ্যানোসোমিয়াসিস (Trypanosomiasis)
    (B) জিয়ারডিয়াসিস (Giardiasis)
    (C) এনকেফালাইটিস (Encephalitis)
    (D) ওরিয়েন্টাল ঘা (Oriental sore)

  21. যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না—
    (A) স্তন্যপায়ী
    (B) উভচর
    (C) সরীসৃপ
    (D) পক্ষী

  22. বিষহীন সাপটি হল—
    (A) ভাইপার
    (B) ক্রেট
    (C) অজগর (Python)
    (D) প্রবাল সাপ (Coral Snake)

  23. রাডার (RADAR) কোন কাজে ব্যবহৃত ?
    (A) নিমজ্জিত ডুবোজাহাজের স্থান নির্ণয় করতে
    (B) বেতার গ্রাহক থেকে সংকেত নিতে
    (C) ভূসমলয় উপগ্রহের স্থান নির্ণয় করতে
    (D) কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে

  24. নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক ?
    (A) আলফা (α)
    (B) বিটা (β)
    (C) গামা (γ)
    (D) X- Ray

  25. আলোকবর্ষ কীসের একক ?
    (A) সময়
    (B) দুরত্ব 
    (C) আলো
    (D) আলোর প্রাবল্য

  26. LCD –পুরো নাম কী ?
    (A) লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে 
    (B) লো কারেন্ট ডিসপ্লে
    (C) লাইট সার্কিট ডিসপ্লে
    (D) ওপরের কোনোটাই নয়

  27. কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়ালে প্রয়োজনীয় তাপকে কী বলা হয় ?
    (A) আপেক্ষিক তাপ (specific heat)
    (B) তাপগ্রাহিতা (Thermal capacity)
    (C) জলসম (Water equivalent)
    (D) ওপরের কোনোটাই নয়

  28. বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে ?
    (A) হিলিয়াম
    (B) নিয়ন
    (C) আর্গন
    (D) জেনন

  29. সবচেয়ে নমনীয় ধাতু নিচের কোনটি ?
    (A) প্লাটিনাম
    (B) রুপো
    (C) লোহা
    (D) সোনা

  30. সাধারণত গার্হস্থ্য (Domestic) বৈদ্যুতিক তারের সংযোগ নিচের কোনটি ?
    (A) সমান্তরাল (Parallel) সজ্জা
    (B) শ্রেণি (Series) সজ্জা
    (C) শ্রেণি ও সমান্তরাল সজ্জা
    (D) উপরের কোনোটিই নয়

  31. অপটিক্যাল ফাইবারের (Optical Fiber) কার্যনীতি কী ?
    (A) প্রতিসরণ (Refraction)
    (B) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন (Total Internal Reflection)
    (C) বিক্ষেপ (Scatter)
    (D) প্রতিফলন (Reflection)

  32. কাপড় কাচা সোডা (Washing soda) কোনটির চলতি নাম ?
    (A) সোডিয়াম কার্বনেট
    (B) ক্যালসিয়াম কার্বনেট
    (C) সোডিয়াম বাই কার্বনেট
    (D) সোডিয়াম হাইড্রোক্সাইড

  33. H+ -এ উপস্থিত ইলেক্ট্রনের সংখ্যা কত?
    (A) শূন্য
    (B) এক
    (C) দুই
    (D) তিন

  34. লবঙ্গ (Clove) আহরণ করা হয় কোন অংশ থেকে ?
    (A) মূল
    (B) কাণ্ড
    (C) পাতা
    (D) ফুলের মুকুল

  35. নিচের কোনটি প্রকৃত ফল নয় ?
    (A) খেজুর
    (B) কুল
    (C) আপেল
    (D) আঙুর

  36. নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয় ?
    (A) পেলেগ্রা
    (B) রিকেট
    (C) কোয়াশিয়রকর
    (D) রেটিনোব্লাসটোমা

  37. ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ?
    (A) পোলিও
    (B) ম্যালেরিয়া
    (C) ডারমাটাইটিস
    (D) কলেরা

  38. এডস (AIDS)–এর কারণ কী ?
    (A) ব্যাকটেরিয়া
    (B) ভাইরাস
    (C) প্রোটোজোয়া
    (D) হেলমিন্থ

  39. নিচের কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের ?
    (A) পাতার জালিকা শিরা
    (B) প্রধান মূল তন্ত্র
    (C) ট্রাইমেরাস পুষ্প
    (D) চিরজীবী

  40. ‘কম্পাউন্ড মাইক্রোস্কোপ’ (Compound Microscope) এর ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য ?
    (A) দু’টি লেন্স 
    (B) অতি বেগুনি রশ্মির দরকার
    (C) শুধুমাত্র মৃত জীব দেখার জন্য ব্যবহার
    (D) বড় জায়গার দরকার

  41. মাইটোসিসের (Mitosis) কোন দশায় ক্রোমোজমগুলি V, J, L অথবা I আকৃতির হয় ?
    (A) প্রোফেজ
    (B) মেটাফেজ
    (C) অ্যানাফেজ
    (D) টিলোফেজ

  42. পাচিত খাদ্যের শোষণ কোথায় হয় ?
    (A) পাকস্থলীতে
    (B) ক্ষুদ্রান্ত্রে 
    (C) বৃহদান্ত্রে
    (D) কোলনে

  43. গাজর –এর মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কী ?
    (A) শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল
    (B) শাঙ্কবাকৃতি ও কোনো ক্ষুদ্র মূল নেই
    (C) গোলাকার ও ক্ষুদ্র মূল
    (D) নির্দিষ্ট কোনো আকার নেই ও কোনো ক্ষুদ্র মূল নেই

  44. রাইজোম কেন একটি পরিবর্তিত কাণ্ড ?
    (A) মাটি থেকে উল্লম্বভাবে বাড়ে ও এতে শাঁসালো পাতা থাকে
    (B) এতে পর্ব থাকে ও এতে চোখ থাকে, যা অঙ্কুরোদগম মুকুল বহন করে
    (C) এর কাণ্ডটি নিবিড় ও ডিস্ক -এর মতো
    (D) এর পর্ব আছে, আন্তরপর্ব আছে ও পাতাগুলি বাদামী, আঁশের মতো

  45. গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ —– % ।
    (A) 1
    (B) 3
    (C) 5
    (D) 7

  46. সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান
    (A) কম্পাঙ্ক
    (B) বিস্তার
    (C) শূন্যস্থানে তরঙ্গদৈর্ঘ্য
    (D) শূন্যস্থানে বেগ

  47. শব্দের বেগ সব চেয়ে বেশি-
    (A) কঠিনে
    (B) তরলে
    (C) গ্যাসে
    (D) শূন্যস্থানে

  48. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ____ দিন ।
    (A) 60
    (B) 120
    (C) 180
    (D) 240

  49. বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক
    (A) বাড়বে 
    (B) কমবে
    (C) একই থাকবে
    (D) উপরের কোনোটিই নয়

  50. পেশি ক্লান্তির জন্য দায়ী
    (A) কার্বন-ডাই-অক্সাইড
    (B) ক্রিয়েটিনিন
    (C) ল্যাকটিক অ্যাসিড 
    (D) ইথাইল অ্যালকোহল

  51. নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে-
    (A) উত্তল লেন্স দ্বারা
    (B) অবতল লেন্স দ্বারা
    (C) অভিসারী লেন্স দ্বারা
    (D) উপরের কোনোটিই নয়

  52. লাল + সবুজ + নীল = ?
    (A) সাদা
    (B) কালো
    (C) মেরুন
    (D) নীল

  53. মানুষের দুধ-দাঁতের সংখ্যা-
    (A) 28
    (B) 29
    (C) 20
    (D) 12

  54. 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে?
    (A) 40 ml
    (B) 10 ml
    (C) 20 ml
    (D) 30 ml

  55. নীচের কোনটি তিমির প্রধান স্বাসঅঙ্গ হিসাবে কাজ করে ?
    (A) বহিরাবরণ
    (B) ফুলকা
    (C) ফুলকা   
    (D) শ্বাসনালী

  56. ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হল
    (A) বিয়োজন
    (B) হাইড্রোলাইসিস
    (C) বিজারণ
    (D) জারণ

  57. ভিনিগারের রাসায়নিক নাম-
    (A) সোডিয়াম নাইট্রেট
    (B) লঘু অ্যাসিটিক অ্যাসিড 
    (C) ক্লোরাইড অফ লাইম
    (D) ক্যালশিয়াম

  58. ভিটামিন D -এর অভাবে কী রোগ হয়
    (A) রাতকানা
    (B) রিকেট 
    (C) স্কার্ভি
    (D) চুল উঠে যাওয়া

  59. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC’ কথাটি হল
    (A) পলিভিনাইল ক্লোরাইড
    (B) পলিভিনাইল কার্বোনেট
    (C) ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড
    (D) ফসফো ভিনাইল ক্লোরাইড

  60. কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?
    (A) গ্রাফাইট
    (B) জীপসাম 
    (C) জিঙ্ক 
    (D) লেড

  61. সৌর চুল্লির কার্যনীতি নীচের কোনটির সাথে এক ?
    (A) বোলোমিটার
    (B) পাইরোমিটার
    (C) গ্রীণহাউস
    (D) গ্যালভানোমিটার

  62. পৃথিবীতে যদি কোন বায়ুমন্ডল না থাকে, তবে পৃথিবী হয়ে উঠত
    (A) অল্পমাত্রায় উষ্ণ
    (B) অল্পমাত্রায় শীতল
    (C) ভীষণ উষ্ণ
    (D) ভীষণ শীতল

  63. LED অর্থ হল
    (A) আলো নিঃসরণকারী যন্ত্র
    (B) আলো নিঃসরণকারী ডায়োড
    (C) আলোয় মোড়া যন্ত্র
    (D) আলো নিঃসরণকারী ডট

  64. MG2+ -এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে তা হল
    (A) Ca2+
    (B) Na+
    (C) Zn2+
    (D) Cu+

  65. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয় ?
    (A) +40°
    (B) +20°
    (C) -20°
    (D) -40°

  66. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোন বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির
    (A) ভর বাড়ে
    (B) ভর এবং ওজন দুই পরিবর্তত হয়
    (C) ওজন বাড়ে 
    (D) ওজন কমে

  67. রাসায়নিক ভাবে অ্যাসপিরিন হল
    (A) অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
    (B) সোডিয়াম স্যালিসাইলেট
    (C) মিথাইল স্যালিসাইলেট
    (D) ইথাইল স্যালিসাইলেট

  68. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে ?
    (A) ট্রোপোস্ফেয়ার
    (B) থার্মোস্ফেয়ার
    (C) স্ট্র্যাটোস্ফেয়ার
    (D) মেসোস্ফেয়ার

  69. কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না – সেটি হল
    (A) HNO3
    (B) HCI
    (C) HF
    (D) HBr

  70. DNA -র পিরিমিডিন বেসগুলি হল
    (A) অ্যাডেনিন ও গুয়ানিন
    (B) থাইমিন ও অ্যাডেনিন
    (C) সাইটোসিন ও গুয়ানিন
    (D) থাইমিন ও সাইটোসিন

  71. পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে বলা হয়
    (A) অ্যালোগ্যামি
    (B) গাইটেনোগ্যামি
    (C) জেনোগ্যামি
    (D) অটোগ্যামি

  72. কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয় ?
    (A) ইন্টারফেজে
    (B) অ্যানোফেজে
    (C) প্রফেজে
    (D) টেলোফেজে

  73. মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায়, বিশুদ্ধ-দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের সংকরণের ফলে F1 জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয়, কারণ –
    (A) সহ-প্রকটতা
    (B) প্রকটতা
    (C) অসম্পূর্ণ প্রকটতা
    (D) এপিস্টাসিস

  74. প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল
    (A) হাইড্রোজেনের অনুপস্থিতি
    (B) জলীয় বাস্পের অনুপস্থিতি
    (C) নাইট্রোজেনের অনুপস্থিতি
    (D) অক্সিজেনের অনুপস্থিতি

  75. ‘মস্তিস্ক ম্যালেরিয়া’ ঘটায়-
    (A) প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স
    (B) প্লাজমোডিয়াম ম্যালেরি
    (C) প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
    (D) উপরোক্ত কোনটিই নয়

  76. ‘তসর’ রেশম উৎপন্ন করে
    (A) Antheraea mylitta
    (B) Bombyx mori
    (C) Philosomia ricini
    (D) Antheraea assamensis

  77. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা
    (A) 10 জোড়া
    (B) 10 টি
    (C) 12 জোড়া
    (D) 12 টি

  78. DNA –এর একটি প্যাঁচের মাপ
    (A) 34A°
    (B) 3.4A°
    (C) 24A°
    (D) 44A°

  79. কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয়
    (A)  সাদা
    (B)  মসৃণ
    (C)  মসৃণ কিন্তু কালো
    (D)  অমসৃণ কিন্তু কালো

  80. হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হল
    (A) X লিঙ্কড প্রচ্ছন্ন
    (B)  X লিঙ্কড প্রকট
    (C)  X লিঙ্কড
    (D)  অটোজোমে  অবস্থিত

  81. উচ্চস্তপায়ীর জরায়ু ও যোনি নালীর সংযোগ স্থলের সরু অংশটি যে নামে পরিচিত
    (A)  ক্রিটোরিজ
    (B) ইউরেথ্রা
    (C)   ডিম্বনালী     
    (D)  সারভিক্স

  82. নীচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল
    (A)  ইউরেনিয়াম
    (B) পারদ 
    (C)  ক্যাডমিয়াম
    (D)  আর্সোনিক

  83. একটি ব্রায়োফাইট / মস -এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে , তা হল
    (A)  রেণুধর উদ্ভিদ
    (B)  লিঙ্গধর উদ্ভিদ    
    (C)  রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ 
    (D)  রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদ

  84. উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে তা হল
    (A) বিক্রিয়ার অ্যাকটিভেশন এনার্জিকে বৃদ্ধি করে
    (B) বিক্রিয়ার তাপমাত্রাকে হ্রাস করে
    (C) বিক্রিয়ার তাপমাত্রাকে বৃদ্ধি করে
    (D)  বিক্রিয়ার অ্যাকটিভেশন এনার্জিকে হ্রাস করে

  85. হৃদপেশী ক্লান্ত ( Fatigue ) হয় না কারণ
    (A) কোষসমূহ ইন্টারক্যাললেটড চাকতি দ্বারা যুক্ত
    (B)  বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি
    (C)  অধিক পরিমাণ অ্যাকটিনের উপস্থিতি
    (D)  অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি

  86. বিশ্ব জুড়ে যোগাযোগের জন্য নুন্যতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন
    (A)  একটি
    (B)  দুটি
    (C)  তিনটি
    (D) চারটি

  87. সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়-
    (A) সাইটোসল-এ
    (B) ক্লোরোপ্লাস্টের গ্রানায় 
    (C)  ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
    (D)  রাইবোজোম-এ

  88. হ্যাভারশিয়ান তন্ত্র যার অংশবিশেষ
    (A)  বুক
    (B)  অস্থি 
    (C)  হৃদপিন্ড
    (D) মস্তিষ্ক

  89. নীচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লীয় জ্বালানি
    (A) ইউরেনিয়াম 238
    (B) প্লুটোনিয়াম  239
    (C) নেপচুনিয়াম 239
    (D) থেরিয়াম  236

  90. নীচের কোনটি ভৌত পরিবর্তন নয়
    (A) দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরী হওয়া
    (B)  আয়োডিনের ঊর্ধ্বপাতন
    (C)  চায়ে চিনি মেশানো
    (D) মোমবাতির দহন

  91. পালিটিন ক্রমোজোম যে কোষে পাওয়া যায়
    (A) পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে
    (B) মানুষের যকৃত কোষ
    (C) পতঙ্গের স্নায়ু কোষ
    (D) উপরের কোনটিই নয়

  92. পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ঠ দেখায় , তা
    (A)  হাইড্রোফাইট
    (B)  জেরোফাইট 
    (C)  হ্যালো ফাইট
    (D)  মোসোফাইট

  93. আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় ?
    (A) সুক্রোজ
    (B)  ফ্রুকটোজ
    (C)  সেলুলোজ    
    (D)  গ্লুকোজ

  94. কোন ধাতুর আয়ন সালোক-সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে ?
    (A) সোডিয়াম
    (B)  পটাসিয়াম
    (C)  কোবাল্ট  
    (D)  লৌহা

  95. ‘DNA  পর্যায়ক্রম’ প্রক্রিয়া আবিষ্কার করেন
    (A) এইচ. জি. খোরানা
    (B)  ওয়াটসন এবং ক্রিক 
    (C) ফ্রেডরিক সেঞ্জার
    (D) এ.ম.সাউদার্ন

  96. ক্ল্যাডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে
    (A) বিবর্তন সম্পর্ক
    (B)  ফেনাটিক সম্পর্ক
    (C)  জিনাগত সম্পর্ক
    (D) ট্যাক্সনমিজনিত সম্পর্ক

  97. নীচের উক্তিগুলি বিবেচনা করুন :
    1. নিউটনের প্রথম গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়
    2.  নিউটনের দ্বিতীয় গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়
    3.  বাড়িতে বৈদুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায়ে যুক্ত থেকে
    4.  টেলিভিসনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল
    (A)  কেবল 1 সঠিক
    (B) কেবল 2 সঠিক
    (C) কেবল 2 এবং  4 সঠিক   
    (D) কেবল 1 এবং  4 সঠিক

  98. AIDS/HIV  ভাইরাস এক প্রকারের
    (A) DNA ভাইরাস
    (B)  RNA  ভাইরাস
    (C)  হয় DNA অথবা  RNA ভাইরাস
    (D)  উভয় প্রকার , DNA অথবা  RNA ভাইরাস

  99. বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশী গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধা জনক হয়ে পড়ে কারণ
    (A) ঘর্ষণ কমে যায়
    (B) ঘর্ষণ বেড়ে যায়
    (C)  ঘর্ষণ শূন্য হয়ে যায়
    (D) গাড়ির উপর অধিক জল প্রয়োগ করা যায় না

  100. কোন বস্তুর ওজন সর্বাধিক হবে
    (A) পৃথিবীর কেন্দ্রে
    (B) পৃথিবীর থেকে অসীম দুরত্বে
    (C) পৃথিবীর পৃষ্ঠে 
    (D) পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দুরত্ব পর্যন্ত ওজনের একই মান হবে

  101. স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন
    (A) বেড়ে যাবে
    (B)  কমে যাবে
    (C) একই থাকবে
    (D) গ্যাসের স্বভাবের উপর নির্ভর করে বেড়ে বা কমে যাবে

  102. তেজস্ক্রিয় ভাঙ্গনের সময় যে তড়িৎ চুম্বকিয় তরঙ্গ বিকিরিত হয় তা হল
    (A) X রশ্মি
    (B) γ রশ্মি
    (C) আল্ট্রা ভায়োলেট রশ্মি
    (D)  ইনফ্রায়েড রশ্মি

  103. নর্মাল স্যালাইন হল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবন , যার মাত্রা
    (A) 0.84%
    (B) 1.00 নর্মাল
    (C) 1.00  মোলার
    (D)  1%

  104. ওজনের পরিমাণে মানব দেহের শতকরা কতটা জল ?
    (A) 66
    (B) 50
    (C) 33
    (D) 10

  105. আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে তা হল
    (A) গলগণ্ড
    (B) রাতকানা
    (C) রিকেট
    (D) বাত

  106. পারমাণবিক চুল্লীতে সংঘটিত বিক্রিয়া হল
    (A) নিউক্লিয় সংযোজন (fusion)
    (B) স্প্যালেশন
    (C)  নিউক্লিয় বিভাজন (fission)
    (D)  নিউক্লিয় সমাবয়বীভবন  (isomerisation)

  107. ভিটামিন সি হল
    (A) টেকোফেরল
    (B) সায়ানোকোবাল্ট আমিন
    (C) অ্যাসকরবিক অ্যাসিড
    (D) থায়ামিন

  108. বায়ুমন্ডলে এই যৌগটি বেশী মাত্রায় থাকলে গ্রীন হাউস এফেক্ট হয়
    (A) কার্বনডাই অক্সাইড
    (B) অ্যামোনিয়া
    (C) জলীয় বাষ্প
    (D) ধূলি কণা

  109. নারকেলের যে অংশটি আমরা খাই তা হল
    (A) ফলের ত্বক
    (B) শস্য 
    (C)  বীজপত্র
    (D) ভ্রূণ

  110. সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?
    (A) বীজ
    (B) পাতা
    (C)  ফুল
    (D)  ছাল

  111. ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায়
    (A) জ্বর বৃদ্ধির এক ঘন্টা পূর্বে
    (B) তীব্র জ্বরের পাঁচ ঘন্টা পর
    (C) কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময়
    (D) যে কোন সময়

  112. নিম্নলিখিত কোন ভিটামিনে অ্যাসিল COA  ডিহাইড্রোজিনেস প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে ?
    (A) নিকোটিনিক অ্যাসিড
    (B) পাইরিডক্সিন
    (C) প্যানটোথেনিক অ্যাসিড
    (D) রাইবোফ্লেভিন

  113. চিংড়ীর রেচন অঙ্গ কোনটি   ?
    (A) লালা গ্রন্থি
    (B) সবুজ গ্রন্থি
    (C) ইঙ্ক গ্রন্থি
    (D) মালপিজিয়ান নালিকা

  114. পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় — (WBCS 2020)
    (A) ফার্মি
    (B) অ্যাংস্ট্রম
    (C) নিউটন
    (D) টেসলা

  115. 'গাইনোবেসিক স্টাইল' (Gynobasic Style) পাওয়া যায় — (WBCS 2016)
    (A) Mawaceae তে
    (B) Solaneceae তে
    (C) Labiatae তে
    (D) Orchidaceae তে

  116. গ্রাফাইট, কার্বন এবং হীরা হল —
    (A) আইসোটোপ
    (B) আইসোমার
    (C) আইসোটোন
    (D) অ্যালোট্রোপ

  117. পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ এটি —
    (A) জীবাণুমুক্তকারী
    (B) জারক
    (C) বিজারক
    (D) লিচিং

  118. গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে, তা হল —
    (A) বায়ুমণ্ডল
    (B) ক্লোরোফিল
    (C) মাটি
    (D) আলো

  119. অতি পরিবাহী পদার্থ যারা —
    (A) কম তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে
    (B) বিদ্যুৎ প্রবাহে উচ্চ প্রতিরোধ তৈরি করে
    (C) বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না
    (D) উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে

  120. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় ?
    (A) শূন্যস্থানে
    (B) গ্যাসে
    (C) তরলে
    (D) কঠিন পদার্থে



আরো দেখুন ১০০ টি পদার্থবিদ্যার প্রশ্নোত্তর। Link 👇👇👇
👉100 Physics Science MCQ in Bengali Click Here


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো নিচে অবশ্যই Comment করবেন। PDF কিছুদিনের মধ্যে উপলোড করে দেওয়া হবে।
কোনো কিছু সাহায্য বা জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।


Telegram এ যুক্ত হয়ে আমাদের পরিবারের সদস্য হন ও বিভিন্ন ebook ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।WBCS সহ WBPSC র অন্নান্ন পরীক্ষার সমস্ত স্টাডি মেটেরিয়াল আমাদের টেলিগ্রামে প্রতিনিয়ত Upload করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের (WBP) নতুন রিক্রুটমেন্টর জন্য বিশেষ নোটস পেতে আমাদের টেলিগ্রামে Join করতে পারেন। ICDS Main সহ PSC Miscellaneous Main, Clerkship মেনের বিভিন্ন নোটস ও প্রাকটিস সেট পেতে পারেন। RRB NTPC Group D সহ অন্নান্ন পরীক্ষার বিশেষ স্টাডি নোটস আমাদের চ্যানেলে পাবেন। Daily The Hindu, Indian Express Kolkata, আনন্দবাজার পত্রিকা, Times Of India, News paper Free Pdf পড়তে পারেন।
তাই দেরি না করে নিচের ফটোতে Click করে Telegram এ যুক্ত হয়ে যান, Daily Update সবার আগে পাবেন।
Join Out Telegram
Telegram Group: Jigasha 

আমাদের Facebook পেজ: Jigasha

Post a Comment

5 Comments